নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চতুর্থ শিল্পবিপ্লবের ধারণা সামনে রেখে গণমুখী পানি ব্যবস্থাপনার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে ‘সুপেয় পানি প্রাপ্তি ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ওয়াসার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তাকসিম এ খান বলেন, ‘আইটি বেইজড অটোমেশন, ডিজিটালাইজেশন ও কম্পিউটারাইজড—এই তিন প্রক্রিয়ার আওতায় ওয়াসাকে পুরোপুরি নিয়ে আসার কাজ চলছে। স্মার্ট পানি ব্যবস্থাপনার কাজ এগিয়ে চলছে।’
ঢাকার ৯৫ শতাংশ মানুষ পানি পাচ্ছে দাবি করে ওয়াসার এমডি বলেন, ‘এখন ঢাকার ৯৫ ভাগ মানুষ পানি পাচ্ছে। পানি যেখানে উৎপন্ন হচ্ছে, সেখানে বিশুদ্ধ থাকছে। কিন্তু লাইনের সমস্যা, রিজার্ভারের সমস্যার কারণে পানি বিশুদ্ধ থাকছে না। এর জন্য পানির লাইনের সংস্কারের কাজ চলছে। তবে অবশ্যই আমাদের ভূগর্ভস্থ পানির বদলে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে।’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন আহমেদ। তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পানির গুণগত মান রক্ষা করা। সঠিক পানি ব্যবস্থাপনার খরচ কমিয়ে আনা।’
সবার জন্য সমতা ও ন্যায্যতাভিত্তিক পানি প্রাপ্তি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ড. কাজী মতিন আহমেদ। তিনি বলেন, ‘কৃষি, গার্হস্থ্য ও শিল্পক্ষেত্রে পানি ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পানি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটালাইজেশন করতে হবে। ঢাকার পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে আশপাশের দূষিত পানি এখানে প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। শিল্পায়নের বর্জ্য পানি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করা গেলে পানিদূষণ রোধ ও পানির প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব। গাজীপুরে পানির লেভেল নেমে গেছে। এসব সমস্যার ব্যাপকতা বুঝতে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করতে হবে।’
সভায় জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, ‘গত এক যুগে ১৪ বার পানির দাম বেড়েছে। ওয়াসার এমডির বেতন দেড় লাখ টাকা থেকে বেড়ে ৬ লাখ ২৫ হাজার টাকা হয়েছে। কিন্তু এখনো মিরপুর ও আগারগাঁওয়ে পানি পাওয়া যায় না, যা পাওয়া যায় তাতেও গন্ধ থাকে। পানির দাম বাড়লেও আমরা বিশুদ্ধ পানি চাই।’
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রযুক্তি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. সাইফুল্লাহ, মো. খায়রুল আলম সবুজ, আবুল কাশেমসহ অন্যরা।
চতুর্থ শিল্পবিপ্লবের ধারণা সামনে রেখে গণমুখী পানি ব্যবস্থাপনার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে ‘সুপেয় পানি প্রাপ্তি ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ওয়াসার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তাকসিম এ খান বলেন, ‘আইটি বেইজড অটোমেশন, ডিজিটালাইজেশন ও কম্পিউটারাইজড—এই তিন প্রক্রিয়ার আওতায় ওয়াসাকে পুরোপুরি নিয়ে আসার কাজ চলছে। স্মার্ট পানি ব্যবস্থাপনার কাজ এগিয়ে চলছে।’
ঢাকার ৯৫ শতাংশ মানুষ পানি পাচ্ছে দাবি করে ওয়াসার এমডি বলেন, ‘এখন ঢাকার ৯৫ ভাগ মানুষ পানি পাচ্ছে। পানি যেখানে উৎপন্ন হচ্ছে, সেখানে বিশুদ্ধ থাকছে। কিন্তু লাইনের সমস্যা, রিজার্ভারের সমস্যার কারণে পানি বিশুদ্ধ থাকছে না। এর জন্য পানির লাইনের সংস্কারের কাজ চলছে। তবে অবশ্যই আমাদের ভূগর্ভস্থ পানির বদলে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে।’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন আহমেদ। তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পানির গুণগত মান রক্ষা করা। সঠিক পানি ব্যবস্থাপনার খরচ কমিয়ে আনা।’
সবার জন্য সমতা ও ন্যায্যতাভিত্তিক পানি প্রাপ্তি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ড. কাজী মতিন আহমেদ। তিনি বলেন, ‘কৃষি, গার্হস্থ্য ও শিল্পক্ষেত্রে পানি ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পানি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটালাইজেশন করতে হবে। ঢাকার পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে আশপাশের দূষিত পানি এখানে প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। শিল্পায়নের বর্জ্য পানি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করা গেলে পানিদূষণ রোধ ও পানির প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব। গাজীপুরে পানির লেভেল নেমে গেছে। এসব সমস্যার ব্যাপকতা বুঝতে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করতে হবে।’
সভায় জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, ‘গত এক যুগে ১৪ বার পানির দাম বেড়েছে। ওয়াসার এমডির বেতন দেড় লাখ টাকা থেকে বেড়ে ৬ লাখ ২৫ হাজার টাকা হয়েছে। কিন্তু এখনো মিরপুর ও আগারগাঁওয়ে পানি পাওয়া যায় না, যা পাওয়া যায় তাতেও গন্ধ থাকে। পানির দাম বাড়লেও আমরা বিশুদ্ধ পানি চাই।’
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রযুক্তি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. সাইফুল্লাহ, মো. খায়রুল আলম সবুজ, আবুল কাশেমসহ অন্যরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে