নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দূরপাল্লার বাসে ঈদযাত্রা ঘিরে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলীতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে প্রমাণ মিললে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের বিকাশ ও নগদের মাধ্যমে ফেরত দেওয়া হয়। কেউ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে সেসব বাস ডাম্পিংয়ে নেওয়া হয়।
আজ রোববার দুপুরে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
সরেজমিনে দেখা গেছে, একাধিক পরিবহন ঈদের অজুহাতে নির্ধারিত ভাড়ার তুলনায় দুই গুণ বেশি টাকা আদায় করছে। যেমন ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী শ্যামলী স্লিপার এসি কোচে যেখানে ভাড়া ১ হাজার ৫০০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় যাত্রীদের অর্থ ফেরত দেওয়া হয়। অনুরূপভাবে যেসব বাস ফেরত দেয়নি, সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়।
শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, ‘আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়েছে, অথচ সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তারা আমাদের জিম্মি করে টিকিট বিক্রি করেছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভাড়ার একটা অংশ ফেরত পেয়েছি। ভালো লাগছে।’
অন্যদিকে ঢাকা-পাবনা রুটে চলাচলকারী হাসিব পরিবহনে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা ভাড়া আদায় করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। অভিযানে সেখানেও অতিরিক্ত ২০০ টাকা ফেরত দেওয়া হয়। এই রুটের যাত্রী সাইফুল হক বলেন, ‘বাড়তি টাকা ফেরত পেয়ে ভালো লাগছে। এমন অভিযান চলমান থাকলে মানুষ আর ঠকবে না।’
দিনভর চলা অভিযানে দেখা যায়, ঢাকা-দিনাজপুর রুটে চলা আহাদ এসি পরিবহন ১ হাজার ২০০ টাকার স্থানে ২ হাজার টাকা ভাড়া আদায় করেছে। যাত্রীদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় বাসটিকে ডাম্পিংয়ে নেওয়া হয়।
যৌথ অভিযানের বিষয়ে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম এলাকার পুলিশ সার্জেন্ট তানজীদ আহমেদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাসে অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করে ভাড়া যাচাই করছি। বাড়তি টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দূরপাল্লার বাসে ঈদযাত্রা ঘিরে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলীতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে প্রমাণ মিললে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের বিকাশ ও নগদের মাধ্যমে ফেরত দেওয়া হয়। কেউ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে সেসব বাস ডাম্পিংয়ে নেওয়া হয়।
আজ রোববার দুপুরে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
সরেজমিনে দেখা গেছে, একাধিক পরিবহন ঈদের অজুহাতে নির্ধারিত ভাড়ার তুলনায় দুই গুণ বেশি টাকা আদায় করছে। যেমন ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী শ্যামলী স্লিপার এসি কোচে যেখানে ভাড়া ১ হাজার ৫০০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় যাত্রীদের অর্থ ফেরত দেওয়া হয়। অনুরূপভাবে যেসব বাস ফেরত দেয়নি, সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়।
শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, ‘আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়েছে, অথচ সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তারা আমাদের জিম্মি করে টিকিট বিক্রি করেছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভাড়ার একটা অংশ ফেরত পেয়েছি। ভালো লাগছে।’
অন্যদিকে ঢাকা-পাবনা রুটে চলাচলকারী হাসিব পরিবহনে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা ভাড়া আদায় করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। অভিযানে সেখানেও অতিরিক্ত ২০০ টাকা ফেরত দেওয়া হয়। এই রুটের যাত্রী সাইফুল হক বলেন, ‘বাড়তি টাকা ফেরত পেয়ে ভালো লাগছে। এমন অভিযান চলমান থাকলে মানুষ আর ঠকবে না।’
দিনভর চলা অভিযানে দেখা যায়, ঢাকা-দিনাজপুর রুটে চলা আহাদ এসি পরিবহন ১ হাজার ২০০ টাকার স্থানে ২ হাজার টাকা ভাড়া আদায় করেছে। যাত্রীদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় বাসটিকে ডাম্পিংয়ে নেওয়া হয়।
যৌথ অভিযানের বিষয়ে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম এলাকার পুলিশ সার্জেন্ট তানজীদ আহমেদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাসে অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করে ভাড়া যাচাই করছি। বাড়তি টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে