সৌগত বসু, ঢাকা
রাজধানী ঢাকার গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল মোমেন গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ট্রাফিক সমস্যা নিয়ে পরামর্শ চান। সেই ফেসবুক পোস্টের পর যেসব পরামর্শ এসেছে, তার মধ্যে অন্যতম ছিল মহাখালী বাস টার্মিনালের বাইরে মূল সড়কের দুই ধারে রাখা আন্তজেলা বাস সরানোর বিষয়টি। এরপর পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সেই সমস্যার সমাধান হয়নি।
গত সোমবার সকাল ৮টায় এবং মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিন ঘুরে দুই রকমের চিত্র দেখা যায়। সকাল ৮টায় রাস্তার দুই লেনজুড়েই বাস রাখা ছিল। আর দুপুরে তা কমে গিয়ে এক সারি হয়। সেখানে রাখা বেশির ভাগ বাসই দূরপাল্লার।
রাস্তা এভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা হয়ে ওঠায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লম্বা সময়জুড়ে থাকে যানজট। রাতে নাবিস্কো থেকে মহাখালী ২ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লেগে যায় ৩০ মিনিটের বেশি।
মহাখালীর রাস্তায় সবচেয়ে বেশি বাস রাখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর মালিকানাধীন এনা পরিবহন। এর বাইরে একতা পরিবহন, ইমাম পরিবহন, শৌখিন এক্সপ্রেস, কাজী পরিবহন, আলম এশিয়া, আরাফ পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাসের দখলে থাকে রাস্তা।
মালিক সমিতির দেওয়া তথ্যমতে, মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের ২০ রুটে প্রায় ১ হাজার ২০০ বাস চলাচল করে। অথচ বাস টার্মিনালে পায় ৩০০ বাস রাখা যায়। তাই ধারণক্ষমতা না থাকায় টার্মিনালের সামনে শহীদ তাজউদ্দীন সড়ক ও আশপাশের গলিতেও বাস রাখা হচ্ছে।
মহাখালী টার্মিনালের কয়েকজন শ্রমিকনেতা, গাড়িচালক ও সহকারীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, রাস্তায় গাড়ি রাখা ছাড়া তাঁদের অন্য কোনো উপায় নেই। রাতে গাড়ি নিয়ে ঢাকায় ফিরলে টার্মিনালে জায়গা পাওয়া যায় না। টার্মিনালের বাইরে বাস রাখার জন্য তাঁদের চাঁদা দিতে হচ্ছে।
তবে মালিক সমিতির এক নেতা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, এসব গল্প ছড়ানো হয়েছে। টার্মিনালের সামনে থেকে কেউ বাসের চাঁদা নিতে পারবে না। এমন সাহস কারও নেই। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা অন্য কেউ। সমস্যা মেনে নিয়ে বলেন, তাঁরাও চান না গাড়ি বাইরে থাকুক। কিন্তু সিটি করপোরেশন থেকে তাঁদের অতিরিক্ত জায়গা দেওয়া হচ্ছে না। বারবার বলার পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তাঁরা।
এ বিষয়ে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, পরিস্থিতি বিবেচনায় টার্মিনাল সম্প্রসারণের জন্য জায়গা চাওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। পূর্ব পাশে টার্মিনালের পেছনে সরকারি কিছু জায়গা খালি আছে। তা দিলেও রাস্তায় বাস রাখতে হতো না। এ ছাড়া টার্মিনালের পেছনে ওয়াসার একটি জায়গা আছে। সেখানে বক্স কালভার্ট করে ঠিক করে দিলেও বাস রাখা যায়।
বাস রাখতে উল্টো মালিক সমিতির প্রতি মাসে ৫ লাখ টাকা খরচ হয় উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় গাড়ি রাখলে চালককে গাড়ির সঙ্গেই থাকা লাগে। আবার ৩০ থেকে ৪০ জন শ্রমিক প্রতি রাতে রাস্তার এই গাড়ি দেখে রাখেন, যার জন্য তাঁদের মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা দিতে হয়।
তবে সিটি করপোরেশনের পরিবহন সূত্র বলছে, তারা এ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সম্প্রতি টার্মিনালের পেছনে দুই একর জায়গা নেওয়া হয়েছে এর কাজ নিয়ে দরপত্র আহ্বান প্রক্রিয়া চলমান আছে। মার্চ থেকে কাজ শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, মালিক সমিতি দোষারোপ করলেই হবে না। টার্মিনালের জন্য তাদের যে জায়গা লাগবে তা সরকারের মালিকানায় নেই। এর পরও সিটি করপোরেশন থেকে জায়গা সম্প্রসারণের কাজ চলছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম জানান, তিনি নতুন যোগদান করায় এ বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই।
রাজধানী ঢাকার গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল মোমেন গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ট্রাফিক সমস্যা নিয়ে পরামর্শ চান। সেই ফেসবুক পোস্টের পর যেসব পরামর্শ এসেছে, তার মধ্যে অন্যতম ছিল মহাখালী বাস টার্মিনালের বাইরে মূল সড়কের দুই ধারে রাখা আন্তজেলা বাস সরানোর বিষয়টি। এরপর পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সেই সমস্যার সমাধান হয়নি।
গত সোমবার সকাল ৮টায় এবং মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিন ঘুরে দুই রকমের চিত্র দেখা যায়। সকাল ৮টায় রাস্তার দুই লেনজুড়েই বাস রাখা ছিল। আর দুপুরে তা কমে গিয়ে এক সারি হয়। সেখানে রাখা বেশির ভাগ বাসই দূরপাল্লার।
রাস্তা এভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা হয়ে ওঠায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লম্বা সময়জুড়ে থাকে যানজট। রাতে নাবিস্কো থেকে মহাখালী ২ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লেগে যায় ৩০ মিনিটের বেশি।
মহাখালীর রাস্তায় সবচেয়ে বেশি বাস রাখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর মালিকানাধীন এনা পরিবহন। এর বাইরে একতা পরিবহন, ইমাম পরিবহন, শৌখিন এক্সপ্রেস, কাজী পরিবহন, আলম এশিয়া, আরাফ পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাসের দখলে থাকে রাস্তা।
মালিক সমিতির দেওয়া তথ্যমতে, মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের ২০ রুটে প্রায় ১ হাজার ২০০ বাস চলাচল করে। অথচ বাস টার্মিনালে পায় ৩০০ বাস রাখা যায়। তাই ধারণক্ষমতা না থাকায় টার্মিনালের সামনে শহীদ তাজউদ্দীন সড়ক ও আশপাশের গলিতেও বাস রাখা হচ্ছে।
মহাখালী টার্মিনালের কয়েকজন শ্রমিকনেতা, গাড়িচালক ও সহকারীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, রাস্তায় গাড়ি রাখা ছাড়া তাঁদের অন্য কোনো উপায় নেই। রাতে গাড়ি নিয়ে ঢাকায় ফিরলে টার্মিনালে জায়গা পাওয়া যায় না। টার্মিনালের বাইরে বাস রাখার জন্য তাঁদের চাঁদা দিতে হচ্ছে।
তবে মালিক সমিতির এক নেতা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, এসব গল্প ছড়ানো হয়েছে। টার্মিনালের সামনে থেকে কেউ বাসের চাঁদা নিতে পারবে না। এমন সাহস কারও নেই। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা অন্য কেউ। সমস্যা মেনে নিয়ে বলেন, তাঁরাও চান না গাড়ি বাইরে থাকুক। কিন্তু সিটি করপোরেশন থেকে তাঁদের অতিরিক্ত জায়গা দেওয়া হচ্ছে না। বারবার বলার পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তাঁরা।
এ বিষয়ে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, পরিস্থিতি বিবেচনায় টার্মিনাল সম্প্রসারণের জন্য জায়গা চাওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। পূর্ব পাশে টার্মিনালের পেছনে সরকারি কিছু জায়গা খালি আছে। তা দিলেও রাস্তায় বাস রাখতে হতো না। এ ছাড়া টার্মিনালের পেছনে ওয়াসার একটি জায়গা আছে। সেখানে বক্স কালভার্ট করে ঠিক করে দিলেও বাস রাখা যায়।
বাস রাখতে উল্টো মালিক সমিতির প্রতি মাসে ৫ লাখ টাকা খরচ হয় উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় গাড়ি রাখলে চালককে গাড়ির সঙ্গেই থাকা লাগে। আবার ৩০ থেকে ৪০ জন শ্রমিক প্রতি রাতে রাস্তার এই গাড়ি দেখে রাখেন, যার জন্য তাঁদের মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা দিতে হয়।
তবে সিটি করপোরেশনের পরিবহন সূত্র বলছে, তারা এ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সম্প্রতি টার্মিনালের পেছনে দুই একর জায়গা নেওয়া হয়েছে এর কাজ নিয়ে দরপত্র আহ্বান প্রক্রিয়া চলমান আছে। মার্চ থেকে কাজ শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, মালিক সমিতি দোষারোপ করলেই হবে না। টার্মিনালের জন্য তাদের যে জায়গা লাগবে তা সরকারের মালিকানায় নেই। এর পরও সিটি করপোরেশন থেকে জায়গা সম্প্রসারণের কাজ চলছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম জানান, তিনি নতুন যোগদান করায় এ বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে