নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষায় সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন, সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীদের জন্য ভূমি কমিশন গঠন, আদিভিটায় পুনর্বাসন, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিএফ ও কাবিখাতে অন্তর্ভুক্তিসহ তাঁদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে আদিবাসী ইউনিয়নের সহসভাপতি রাখী মং বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৬ (২) ধারায় উল্লেখ আছে, এ দেশে বসবাসকারী সকল আদিবাসী বাঙালি বলে বিবেচিত হবে। এ ধারা অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে বিভিন্ন আদিবাসী জাতিসত্তা বাস করে। তাঁদের সাংবিধানিক অধিকার চরমভাবে উপেক্ষিত হচ্ছে। বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও স্বীকৃত হতে হবে। সাধারণভাবে সমতলের আদিবাসীরা দরিদ্র, ভূমিহীন। কর্মসংস্থান, স্বাস্থ্য ও বাসস্থানের অধিকার থেকেও তাঁরা বঞ্চিত। আদিবাসী নারীরা ক্রমাগতভাবে সহিংসতা, ধর্ষণসহ নানা ধরনের অত্যাচার, শোষণ ও বৈষম্যের সম্মুখীন। তাঁদের সুরক্ষায় সরকারকে কমিশন গঠন করতে হবে।’
সংগঠনটির উপদেষ্টা আসলাম খান বলেন, ‘মধুপুর, শেরপুর, মহাদেবপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জসহ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর যে নির্যাতন চলছে তা বন্ধ করতে হবে। মধুপুরে আদিবাসীদের উচ্ছেদ করে, বন ধ্বংস করে ইকোপার্ক ও লেক তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারকে বলতে চাই, ওই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। তা না হলে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন সারা দেশের আদিবাসীদের নিয়ে মধুপুরে অবস্থান কর্মসূচি পালন করবে।’
হাজং স্টুডেন্ট কাউন্সিল নেতা নাঈম হাজং বলেন, ‘এবার আদমশুমারিতে বলা হয়েছে, আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ। অথচ আগের আদমশুমারিতে ছিল ৪০ লাখ। তাহলে বাকি ২৪ লাখ জনগোষ্ঠী কি হাওয়া হয়ে গেল? আদিবাসীদের ওপর নিপীড়ন-নির্যাতন করে এ দেশে তাঁদের বসবাসের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমতলের আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হচ্ছে না।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী অনন্যা বনোয়ারি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা রেজওয়ান হক মুক্ত, সন্তোষ মাহাতো, মিঠুন দত্তসহ প্রমুখ।
বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষায় সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন, সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীদের জন্য ভূমি কমিশন গঠন, আদিভিটায় পুনর্বাসন, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিএফ ও কাবিখাতে অন্তর্ভুক্তিসহ তাঁদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে আদিবাসী ইউনিয়নের সহসভাপতি রাখী মং বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৬ (২) ধারায় উল্লেখ আছে, এ দেশে বসবাসকারী সকল আদিবাসী বাঙালি বলে বিবেচিত হবে। এ ধারা অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে বিভিন্ন আদিবাসী জাতিসত্তা বাস করে। তাঁদের সাংবিধানিক অধিকার চরমভাবে উপেক্ষিত হচ্ছে। বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও স্বীকৃত হতে হবে। সাধারণভাবে সমতলের আদিবাসীরা দরিদ্র, ভূমিহীন। কর্মসংস্থান, স্বাস্থ্য ও বাসস্থানের অধিকার থেকেও তাঁরা বঞ্চিত। আদিবাসী নারীরা ক্রমাগতভাবে সহিংসতা, ধর্ষণসহ নানা ধরনের অত্যাচার, শোষণ ও বৈষম্যের সম্মুখীন। তাঁদের সুরক্ষায় সরকারকে কমিশন গঠন করতে হবে।’
সংগঠনটির উপদেষ্টা আসলাম খান বলেন, ‘মধুপুর, শেরপুর, মহাদেবপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জসহ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর যে নির্যাতন চলছে তা বন্ধ করতে হবে। মধুপুরে আদিবাসীদের উচ্ছেদ করে, বন ধ্বংস করে ইকোপার্ক ও লেক তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারকে বলতে চাই, ওই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। তা না হলে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন সারা দেশের আদিবাসীদের নিয়ে মধুপুরে অবস্থান কর্মসূচি পালন করবে।’
হাজং স্টুডেন্ট কাউন্সিল নেতা নাঈম হাজং বলেন, ‘এবার আদমশুমারিতে বলা হয়েছে, আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ। অথচ আগের আদমশুমারিতে ছিল ৪০ লাখ। তাহলে বাকি ২৪ লাখ জনগোষ্ঠী কি হাওয়া হয়ে গেল? আদিবাসীদের ওপর নিপীড়ন-নির্যাতন করে এ দেশে তাঁদের বসবাসের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমতলের আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হচ্ছে না।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী অনন্যা বনোয়ারি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা রেজওয়ান হক মুক্ত, সন্তোষ মাহাতো, মিঠুন দত্তসহ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে