নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গুলশান সোসাইটি একটি ‘সিন্ডিকেট’ গড়ে তুলছে, যারা ২০ হাজার টাকার প্যাডেল রিকশা কয়েক গুণ বেশি দামে রাস্তায় নামাচ্ছে। এতে দরিদ্র চালকদের কাজের সুযোগ হারিয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিকশাও চালাতে দেওয়া হবে না।
চালকেরা জানান, বাড্ডা, নর্দ্দা, গুলশানসহ আশপাশের এলাকা থেকে তাঁরা রিকশা চালাতে আসেন। এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
এদিকে, বিক্ষোভ চলাকালে কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, কয়েকজন চালক গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেলচালিত রিকশার ওপর হামলা চালান এবং ‘অটোরিকশা নিষিদ্ধ’ লেখা ব্যানার খুলে ছিঁড়ে ফেলেন। এ ছাড়া, বিভিন্ন এলাকা থেকে আরও চালককে গুলশানে আসার আহ্বান জানিয়ে স্থানীয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদ বলেন, অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশার কারণে গুলশানে ছিনতাই, চাঁদাবাজি ও যানজট বেড়েছে। তাই শুধু গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ রিকশাচালকেরা গুলশান ও বনানীতে মিছিল করেন। পুলিশ জানিয়েছে, রিকশা চালাতে হলে সোসাইটিতে নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, গুলশানে আগে শুধু নির্দিষ্ট রঙের নিবন্ধিত প্যাডেলচালিত রিকশা চলাচল করত। তবে সাত-আট মাস ধরে বাইরের রিকশা ও ব্যাটারিচালিত রিকশাও ঢুকছে। এতে এলাকায় যানজট ও বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে, যাঁরা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গুলশান সোসাইটি একটি ‘সিন্ডিকেট’ গড়ে তুলছে, যারা ২০ হাজার টাকার প্যাডেল রিকশা কয়েক গুণ বেশি দামে রাস্তায় নামাচ্ছে। এতে দরিদ্র চালকদের কাজের সুযোগ হারিয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিকশাও চালাতে দেওয়া হবে না।
চালকেরা জানান, বাড্ডা, নর্দ্দা, গুলশানসহ আশপাশের এলাকা থেকে তাঁরা রিকশা চালাতে আসেন। এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
এদিকে, বিক্ষোভ চলাকালে কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, কয়েকজন চালক গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেলচালিত রিকশার ওপর হামলা চালান এবং ‘অটোরিকশা নিষিদ্ধ’ লেখা ব্যানার খুলে ছিঁড়ে ফেলেন। এ ছাড়া, বিভিন্ন এলাকা থেকে আরও চালককে গুলশানে আসার আহ্বান জানিয়ে স্থানীয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদ বলেন, অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশার কারণে গুলশানে ছিনতাই, চাঁদাবাজি ও যানজট বেড়েছে। তাই শুধু গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ রিকশাচালকেরা গুলশান ও বনানীতে মিছিল করেন। পুলিশ জানিয়েছে, রিকশা চালাতে হলে সোসাইটিতে নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, গুলশানে আগে শুধু নির্দিষ্ট রঙের নিবন্ধিত প্যাডেলচালিত রিকশা চলাচল করত। তবে সাত-আট মাস ধরে বাইরের রিকশা ও ব্যাটারিচালিত রিকশাও ঢুকছে। এতে এলাকায় যানজট ও বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে, যাঁরা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে