নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ মাসের বকেয়া বেতন চেয়ে কর্মীদের দেনদরবার, তার উত্তরে মালিকপক্ষের হুমকি ধামকি। আজ রোববার সকাল থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের বনানী অফিসের চিত্র ছিল এমনই। মালিকপক্ষ যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কাও করছিলেন বেতনের দাবিতে সেখানে অবস্থান নেওয়া বিক্রয় শাখার ২১ কর্মী। তবে দিন শেষে তেমন কিছু ঘটেনি। দুই মাসের বেতন নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রত্যেকেই। রোববার আলেশার অফিসে থাকা একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমাদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম বেতন না দেওয়া পর্যন্ত অফিস ছাড়ব না। এরপর নানা টালবাহানা শেষে সন্ধ্যা নাগাদ আমাদের দুই মাসের বেতন নগদে পরিশোধ করে তারা।’
দুই মাসের বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরেক কর্মী বলেন, ‘পাঁচ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলাম। আজ দুই মাসের পেলাম। দ্রুত সময়ের মধ্যে বাকি বেতন না পেলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এবং জব ক্লিয়ারেন্স দিতেও গড়িমসি করতে পারে। যার ফলে পরবর্তীতে চাকরি পেতে সমস্যায় পড়তে হবে তাদের। এ জন্য তারা সংবাদমাধ্যমে নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে সরিয়ে দেয়।
আলেশা কার্ডের বিক্রয় শাখার কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। সেপ্টেম্বর থেকে তাদের বেতন বন্ধ।
পাঁচ মাসের বকেয়া বেতন চেয়ে কর্মীদের দেনদরবার, তার উত্তরে মালিকপক্ষের হুমকি ধামকি। আজ রোববার সকাল থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের বনানী অফিসের চিত্র ছিল এমনই। মালিকপক্ষ যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কাও করছিলেন বেতনের দাবিতে সেখানে অবস্থান নেওয়া বিক্রয় শাখার ২১ কর্মী। তবে দিন শেষে তেমন কিছু ঘটেনি। দুই মাসের বেতন নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রত্যেকেই। রোববার আলেশার অফিসে থাকা একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমাদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম বেতন না দেওয়া পর্যন্ত অফিস ছাড়ব না। এরপর নানা টালবাহানা শেষে সন্ধ্যা নাগাদ আমাদের দুই মাসের বেতন নগদে পরিশোধ করে তারা।’
দুই মাসের বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরেক কর্মী বলেন, ‘পাঁচ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলাম। আজ দুই মাসের পেলাম। দ্রুত সময়ের মধ্যে বাকি বেতন না পেলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এবং জব ক্লিয়ারেন্স দিতেও গড়িমসি করতে পারে। যার ফলে পরবর্তীতে চাকরি পেতে সমস্যায় পড়তে হবে তাদের। এ জন্য তারা সংবাদমাধ্যমে নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে সরিয়ে দেয়।
আলেশা কার্ডের বিক্রয় শাখার কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। সেপ্টেম্বর থেকে তাদের বেতন বন্ধ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫