নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুবিধাভোগী লোকজন ছলচাতুরী করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কিনিয়ে থাকেন। অসাধু এই চক্রের কারণে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। এই সমস্যার সমাধানে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ শনিবার মেডিকেল কলেজের গ্যালারি-১-এ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ কর্তৃক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘আমরা আইসিইউ ও এইচডিইউতে সব ধরনের ওষুধ বিনা মূল্যে দিয়ে থাকি। কিন্তু কিছু অসাধু সেগুলো এখান থেকেই রোগীদের কিনিয়ে দিচ্ছে। এই চক্রের কারণে আমাদের কটু কথা শুনতে হয়। এর জন্য চিকিৎসকদের সাবধান হতে হবে। বহিরাগত লোকদের মাধ্যমে যাতে কোনো খারাপ বিষয় এখানে না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’
নাজমুল হক আরও বলেন, ‘আমাদের এখানে নিউরোসার্জারি চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন। এই উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় বাস্তবায়নে সময় লাগছে। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসায় যদি ৫০টা শয্যা নতুন সংযোজন করা যায়, সেটাও পরিপূর্ণ হবে না। দেখা যাবে, এই ৫০টি পূর্ণ হতে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে। তাই অবশ্যই বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।’
আগামী বছর স্ট্রোক দিবস আসার আগেই নিউরোলজি বিভাগে পরিবর্তন আনা হবে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে মেডিসিন ও নিউরোসার্জারি বিভাগকে গবেষণায় জোর দিতে হবে। এ কাজে ফান্ডিংসহ সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন ঢামেক হাসপাতালের পরিচালক।
নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকারের সভাপতিত্বে সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুবিধাভোগী লোকজন ছলচাতুরী করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কিনিয়ে থাকেন। অসাধু এই চক্রের কারণে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। এই সমস্যার সমাধানে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ শনিবার মেডিকেল কলেজের গ্যালারি-১-এ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ কর্তৃক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘আমরা আইসিইউ ও এইচডিইউতে সব ধরনের ওষুধ বিনা মূল্যে দিয়ে থাকি। কিন্তু কিছু অসাধু সেগুলো এখান থেকেই রোগীদের কিনিয়ে দিচ্ছে। এই চক্রের কারণে আমাদের কটু কথা শুনতে হয়। এর জন্য চিকিৎসকদের সাবধান হতে হবে। বহিরাগত লোকদের মাধ্যমে যাতে কোনো খারাপ বিষয় এখানে না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’
নাজমুল হক আরও বলেন, ‘আমাদের এখানে নিউরোসার্জারি চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন। এই উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় বাস্তবায়নে সময় লাগছে। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসায় যদি ৫০টা শয্যা নতুন সংযোজন করা যায়, সেটাও পরিপূর্ণ হবে না। দেখা যাবে, এই ৫০টি পূর্ণ হতে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে। তাই অবশ্যই বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।’
আগামী বছর স্ট্রোক দিবস আসার আগেই নিউরোলজি বিভাগে পরিবর্তন আনা হবে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে মেডিসিন ও নিউরোসার্জারি বিভাগকে গবেষণায় জোর দিতে হবে। এ কাজে ফান্ডিংসহ সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন ঢামেক হাসপাতালের পরিচালক।
নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকারের সভাপতিত্বে সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫