Ajker Patrika

রায়ের ৩ দিনের মাথায় মৃত্যুদণ্ডের আসামি নজরুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২২, ১৯: ৩৮
রায়ের ৩ দিনের মাথায় মৃত্যুদণ্ডের আসামি নজরুল গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩১ মে নওগাঁর তিনজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রেজাউল করিম মন্টু, নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। আসামিদের মধ্যে পলাতক নজরুল ইসলামকে আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান। 

গত মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ছিলেন হায়দার আলী ও সুলতান মাহমুদ সীমন। 

যেসব অভিযোগে আদালতের এই রায়:

অভিযোগ-১: ১৯৭১ সালের ৭ অক্টোবর বিকেল আনুমানিক ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের রানাহার গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র সাহেব আলী, আকাম উদ্দিন, আজিম উদ্দিন মণ্ডল ও মোজাফফর হোসেনকে হত্যাসহ ১০-১২টি বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ। 

অভিযোগ-২: ১৯৭১ সালের ৮ অক্টোবর দুপুরে আনুমানিক দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের খোঁজাগাড়ী গ্রামে হামলা চালিয়ে নিরীহ-নিরস্ত্র নুরুল ইসলামকে হত্যা এবং ১৫-২০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ। 

অভিযোগ-৩: ১৯৭১ সালের ৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত নওগাঁর মালঞ্চা গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের কেনার উদ্দিন ও আক্কাস আলীকে নির্যাতন শেষে জয়পুরহাটের কুঠিবাড়ী ব্রিজে নিয়ে গিয়ে হত্যা এবং ৪০-৫০টি বাড়িতে লুণ্ঠনের পর অগ্নিসংযোগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত