নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই পরিদর্শক বর্তমানে সাময়িক বহিষ্কৃত। চাকরি জীবনে অবৈধ আয়ে রাজধানীর ভাটারায় গড়েছেন নয় তলা বাড়ি। স্ত্রীর নামে এই সম্পদ গড়লেও শেষ রক্ষা হয়নি সেলিম আহমেদের। দুদকের জালে আটকা পড়েছেন এই পুলিশ কর্মকর্তা।
(দুদক) মামলার মুখোমুখি হতে হয়েছে সেলিম আহমেদকে। তবে অবৈধ সম্পদের এই মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী পুষ্প সৌরভীকে।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, প্রথম মামলায় পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭ সালে ভাটারার নুরের চালা এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৮ শতাংশ প্লট স্ত্রী সৌরভীর নামে কেনেন সেলিম আহমেদ। ২০১১ সালে ওই প্লটের ওপর ৯ তলা বিশিষ্ট ভবন নির্মাণকাজ শুরু করেন তিনি। একই সময়ে ১১ শতাংশের আরেকটি প্লটের ওপর আট তলা বিশিষ্ট ভবনও নির্মাণ করেন সেলিম আহমেদ। দুই ইউনিট করে ১৬টি প্লটের মধ্যে আটটি প্লট বিক্রি করেন এই দম্পতি।
সেলিম আহমেদ ও তার স্ত্রীর দুদকে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, মোট প্রদর্শিত সম্পদের মধ্যে ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকা মূল্যের সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
মামলার এজাহারে আরও বলা হয়, আসামি সেলিম আহমেদ অসৎ উদ্দেশ্যে নিজেকে দুর্নীতির অপরাধ থেকে আড়াল করতে অত্যন্ত সুকৌশলে তার স্ত্রীর নামে সম্পদ অর্জন করছেন। ফলে তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের একই ধারায় অপর মামলায় মো. সেলিম আহমেদকে আসামি করা হয়েছে। এতে তার বিরুদ্ধে ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই পরিদর্শক বর্তমানে সাময়িক বহিষ্কৃত। চাকরি জীবনে অবৈধ আয়ে রাজধানীর ভাটারায় গড়েছেন নয় তলা বাড়ি। স্ত্রীর নামে এই সম্পদ গড়লেও শেষ রক্ষা হয়নি সেলিম আহমেদের। দুদকের জালে আটকা পড়েছেন এই পুলিশ কর্মকর্তা।
(দুদক) মামলার মুখোমুখি হতে হয়েছে সেলিম আহমেদকে। তবে অবৈধ সম্পদের এই মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী পুষ্প সৌরভীকে।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, প্রথম মামলায় পুলিশ কর্মকর্তা সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭ সালে ভাটারার নুরের চালা এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৮ শতাংশ প্লট স্ত্রী সৌরভীর নামে কেনেন সেলিম আহমেদ। ২০১১ সালে ওই প্লটের ওপর ৯ তলা বিশিষ্ট ভবন নির্মাণকাজ শুরু করেন তিনি। একই সময়ে ১১ শতাংশের আরেকটি প্লটের ওপর আট তলা বিশিষ্ট ভবনও নির্মাণ করেন সেলিম আহমেদ। দুই ইউনিট করে ১৬টি প্লটের মধ্যে আটটি প্লট বিক্রি করেন এই দম্পতি।
সেলিম আহমেদ ও তার স্ত্রীর দুদকে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, মোট প্রদর্শিত সম্পদের মধ্যে ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকা মূল্যের সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
মামলার এজাহারে আরও বলা হয়, আসামি সেলিম আহমেদ অসৎ উদ্দেশ্যে নিজেকে দুর্নীতির অপরাধ থেকে আড়াল করতে অত্যন্ত সুকৌশলে তার স্ত্রীর নামে সম্পদ অর্জন করছেন। ফলে তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের একই ধারায় অপর মামলায় মো. সেলিম আহমেদকে আসামি করা হয়েছে। এতে তার বিরুদ্ধে ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫