নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগের দিন রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ঘরমুখী মানুষের দেখা তেমন একটা মেলেনি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক বাসেরই অর্ধেক আসন ফাঁকা ছিল। তবে এর বিপরীত চিত্র দেখা গেল ঈদের দ্বিতীয় দিনে। ঈদ ও পয়লা বৈশাখসহ চার দিন ছুটি হাতে থাকায় আজ শুক্রবার অনেকেই গ্রামে যাচ্ছেন বেড়াতে।
রাজধানীর মালিবাগ, টিটিপাড়া, মানিকনগর, সায়েদাবাদের বেশ কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, কাউন্টারগুলোতে এসে যাত্রীরা ভিড় করছেন। কোথাও কোথাও মিলছে না প্রত্যাশিত সময়ে টিকিট। কেউ সকাল ৬টায় কাউন্টারে এসে ৯টার বাস পেয়েছেন। আবার কেউ ৯টায় এসে পেয়েছেন ১১টা কিংবা তারও পরের বাস।
টিটিপাড়ায় স্টার লাইন বাসে করে ফেনী যাবেন শাওন। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে কাউন্টারে অপেক্ষা করছেন তিনি। কিন্তু সময়মতো বাস পাননি। আজকের পত্রিকাকে শাওন বলেন, ‘সাড়ে ৭টায় এসে সোয়া ৯টার বাস পেয়েছি। পত্রিকার খবরে দেখেছি, ঈদের আগেও বাসে কোনো ভোগান্তি ছিল না। অথচ আজ ঈদের দ্বিতীয় দিন এত ভিড়।’
ঈদের ছুটির বাকি সময়গুলো কাটাতে ফেনী যাচ্ছেন ফারাহানা ফারাহ ও তাঁর দুই মেয়ে। সকাল সাড়ে ৮টায় কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করতেই ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে এই নারীকে। তিনি বলেন, ‘ঈদের আগে বাসে ভিড় থাকে। কিন্তু আজ উল্টোটা দেখছি। বাচ্চা দুটো এই গরমের মধ্যে কষ্ট পাচ্ছে।’
যাত্রীর প্রচণ্ড চাপ দেখা গেছে মানিকনগরের নোয়াখালীগামী কে কে ট্রাভেলস, হিমাচল পরিবহন ও ড্রিম লাইন বাসের কাউন্টারেও। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে নোয়াখালী যাচ্ছেন ইস্রাফিল মিয়া। দুই ঘণ্টা আগে এসেও বাস পেতে বেগ পেতে হয়েছে তাঁকে। ইস্রাফিল আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরদিন একটু চাপ সব সময় থাকে। কিন্তু এবারের মতো এত মানুষ আগে কখনো দেখিনি।’
বাসের সংকট থাকার কারণ হিসেবে পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ বাস ঢাকার বাইরে। কিছু চালক ও সহকারী ছুটিতে থাকায় ঢাকা থেকে বাস কম ছাড়া যাচ্ছে। তবে স্টার লাইন বাসের টিকিট বিক্রয়কর্মী মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বাস পর্যাপ্ত আছে, সে অনুযায়ী যাত্রী বেশি। আমাদের যাত্রীর চাপ সব সময়ই এমন থাকে।’
নোয়াখালীগামী কে কে ট্রাভেলসের কাউন্টার মাস্টার শামীম বলেন, ‘কিছু ড্রাইভার ছুটিতে। ওদিক থেকে বাস ছাড়েনি। তাই এখান থেকে যাত্রীদের টিকিট দিতে হিমশিম খেতে হচ্ছে।’
ঈদের আগের দিন রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ঘরমুখী মানুষের দেখা তেমন একটা মেলেনি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক বাসেরই অর্ধেক আসন ফাঁকা ছিল। তবে এর বিপরীত চিত্র দেখা গেল ঈদের দ্বিতীয় দিনে। ঈদ ও পয়লা বৈশাখসহ চার দিন ছুটি হাতে থাকায় আজ শুক্রবার অনেকেই গ্রামে যাচ্ছেন বেড়াতে।
রাজধানীর মালিবাগ, টিটিপাড়া, মানিকনগর, সায়েদাবাদের বেশ কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, কাউন্টারগুলোতে এসে যাত্রীরা ভিড় করছেন। কোথাও কোথাও মিলছে না প্রত্যাশিত সময়ে টিকিট। কেউ সকাল ৬টায় কাউন্টারে এসে ৯টার বাস পেয়েছেন। আবার কেউ ৯টায় এসে পেয়েছেন ১১টা কিংবা তারও পরের বাস।
টিটিপাড়ায় স্টার লাইন বাসে করে ফেনী যাবেন শাওন। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে কাউন্টারে অপেক্ষা করছেন তিনি। কিন্তু সময়মতো বাস পাননি। আজকের পত্রিকাকে শাওন বলেন, ‘সাড়ে ৭টায় এসে সোয়া ৯টার বাস পেয়েছি। পত্রিকার খবরে দেখেছি, ঈদের আগেও বাসে কোনো ভোগান্তি ছিল না। অথচ আজ ঈদের দ্বিতীয় দিন এত ভিড়।’
ঈদের ছুটির বাকি সময়গুলো কাটাতে ফেনী যাচ্ছেন ফারাহানা ফারাহ ও তাঁর দুই মেয়ে। সকাল সাড়ে ৮টায় কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করতেই ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে এই নারীকে। তিনি বলেন, ‘ঈদের আগে বাসে ভিড় থাকে। কিন্তু আজ উল্টোটা দেখছি। বাচ্চা দুটো এই গরমের মধ্যে কষ্ট পাচ্ছে।’
যাত্রীর প্রচণ্ড চাপ দেখা গেছে মানিকনগরের নোয়াখালীগামী কে কে ট্রাভেলস, হিমাচল পরিবহন ও ড্রিম লাইন বাসের কাউন্টারেও। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে নোয়াখালী যাচ্ছেন ইস্রাফিল মিয়া। দুই ঘণ্টা আগে এসেও বাস পেতে বেগ পেতে হয়েছে তাঁকে। ইস্রাফিল আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরদিন একটু চাপ সব সময় থাকে। কিন্তু এবারের মতো এত মানুষ আগে কখনো দেখিনি।’
বাসের সংকট থাকার কারণ হিসেবে পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ বাস ঢাকার বাইরে। কিছু চালক ও সহকারী ছুটিতে থাকায় ঢাকা থেকে বাস কম ছাড়া যাচ্ছে। তবে স্টার লাইন বাসের টিকিট বিক্রয়কর্মী মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বাস পর্যাপ্ত আছে, সে অনুযায়ী যাত্রী বেশি। আমাদের যাত্রীর চাপ সব সময়ই এমন থাকে।’
নোয়াখালীগামী কে কে ট্রাভেলসের কাউন্টার মাস্টার শামীম বলেন, ‘কিছু ড্রাইভার ছুটিতে। ওদিক থেকে বাস ছাড়েনি। তাই এখান থেকে যাত্রীদের টিকিট দিতে হিমশিম খেতে হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫