Ajker Patrika

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৬ তলা থেকে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মো. তারেক হোসেন (৩০)। গত মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তারেকের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার হরিগঞ্জ গ্রামে। তাঁর বাবার নাম আবু তাহের।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার আলী বলেন, রাতে খবর পেয়ে কারওয়ান বাজারে নির্মাণাধীন বোরাক জহির টাওয়ারের ৬ তলায় সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তারেক ওই ভবনের নিরাপত্তাকর্মী। তিনি ওই ভবনে থাকতেন।

হায়দার আলী সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়েছেন তারেক।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন বলেন, নিরাপত্তাকর্মী তারেক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত