Ajker Patrika

বনশ্রীতে ৬ তলা আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৯: ২২
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুন লাগে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। ছয়তলায় ছাদের এক পাশ দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ভবন থেকে লোকজন নেমে আসে।

‎‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িটিতে আগুন লাগে। ছয়তলা ভবনটির এক পাশে আগুন জ্বলছে। উৎসুক মানুষদের বাড়িটির সামনে ভিড় করতে দেখা যায়।

‎এদিকে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আসে। এরপর আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ‎আগুন নেভাতে সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।

‎‎প্রাথমিকভাবে কোথা থেকে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত