নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৩ সালে সরকারি করা প্রাথমিক বিদ্যালয়গুলোর ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল বহাল রাখাসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষক সমাজ।
আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আয়োজনে এ মহাসমাবেশ শুরু হবে ঢাকার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের সিনিয়র সমন্বয়ক ও বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব শেখ আব্দুস ছালাম মিয়া বলেন, ‘২০১৩ সালে বেসরকারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণ করেছেন। এর মাধ্যমে গেজেট অনুসারে সব ধরনের সুবিধা আমরা গ্রহণ করে আসছি। জাতীয়করণের আট বছর পর ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে জানায়, জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়গুলোর টাইম স্কেল সঠিক হয়নি। শিক্ষকদের টাইম স্কেল থেকে প্রাপ্ত সুবিধা ফেরত দিতে বলা হয়। এখন টাইম স্কেল ফেরত দেওয়ার বিষয় সামনে আসায় আমাদের শিক্ষক সমাজকে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমাদের অনেক শিক্ষক এরই মধ্যে অবসরে চলে গেছেন। কেউ কেউ চাকরিরত অবস্থায় মারা গেছেন। এখন টাইম স্কেল ফেরত দেওয়া কথা বলা মানে আমাদের ছোট করা।’
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এরই মধ্যে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন, সংবাদ সম্মেলন করেছি। কিন্তু কোনো সমাধান না হওয়ার কারণে জীবনের শেষ সমাবেশের ডাক দিয়েছি ২৮ ডিসেম্বর। এই মহাসমাবেশে আমরা দাবি তুলে ধরব। এরপরও যদি কিছু না হয়, তখন অনশন বা আত্মাহুতি ছাড়া আমাদের আর করার কিছুই থাকবে না।’
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের তিন দফা দাবি হচ্ছে, ৪৮ হাজার ৭২০ জন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল সংক্রান্ত জটিলতা নিরসনসহ ১২ আগস্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্রটি বাতিল করতে হবে। ২০১৩ বিধিমালা অনুযায়ী কার্যকর চাকরিকালের (৫০%) ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে।
উল্লেখ্য, বেসরকারি থেকে সরকারি (২০১৩-১৪ সালে) হওয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘টাইম স্কেল’ সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রের বৈধতা পেয়েছে। পরিপত্রের বৈধতা নিয়ে করা রিট (রুল ডিসচার্জ) গত ২৮ ফেব্রুয়ারি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২০১৩ সালে সরকারি করা প্রাথমিক বিদ্যালয়গুলোর ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল বহাল রাখাসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষক সমাজ।
আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আয়োজনে এ মহাসমাবেশ শুরু হবে ঢাকার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের সিনিয়র সমন্বয়ক ও বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব শেখ আব্দুস ছালাম মিয়া বলেন, ‘২০১৩ সালে বেসরকারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণ করেছেন। এর মাধ্যমে গেজেট অনুসারে সব ধরনের সুবিধা আমরা গ্রহণ করে আসছি। জাতীয়করণের আট বছর পর ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে জানায়, জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়গুলোর টাইম স্কেল সঠিক হয়নি। শিক্ষকদের টাইম স্কেল থেকে প্রাপ্ত সুবিধা ফেরত দিতে বলা হয়। এখন টাইম স্কেল ফেরত দেওয়ার বিষয় সামনে আসায় আমাদের শিক্ষক সমাজকে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমাদের অনেক শিক্ষক এরই মধ্যে অবসরে চলে গেছেন। কেউ কেউ চাকরিরত অবস্থায় মারা গেছেন। এখন টাইম স্কেল ফেরত দেওয়া কথা বলা মানে আমাদের ছোট করা।’
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এরই মধ্যে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন, সংবাদ সম্মেলন করেছি। কিন্তু কোনো সমাধান না হওয়ার কারণে জীবনের শেষ সমাবেশের ডাক দিয়েছি ২৮ ডিসেম্বর। এই মহাসমাবেশে আমরা দাবি তুলে ধরব। এরপরও যদি কিছু না হয়, তখন অনশন বা আত্মাহুতি ছাড়া আমাদের আর করার কিছুই থাকবে না।’
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের তিন দফা দাবি হচ্ছে, ৪৮ হাজার ৭২০ জন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল সংক্রান্ত জটিলতা নিরসনসহ ১২ আগস্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্রটি বাতিল করতে হবে। ২০১৩ বিধিমালা অনুযায়ী কার্যকর চাকরিকালের (৫০%) ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে।
উল্লেখ্য, বেসরকারি থেকে সরকারি (২০১৩-১৪ সালে) হওয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘টাইম স্কেল’ সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রের বৈধতা পেয়েছে। পরিপত্রের বৈধতা নিয়ে করা রিট (রুল ডিসচার্জ) গত ২৮ ফেব্রুয়ারি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫