ঢাবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁরা ফেসবুকে পদত্যাগের এ ঘোষণা দেন। এদিকে রাতেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আজ রোববার রাত ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হন। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মিছিল শুরু করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্ররা বেরিয়ে আসছে। মেয়েদের হল থেকে বেরিয়ে আসছে। ঢাকার সব ছাত্ররা বেরিয়ে আসছে। আমাদের রাজাকার বলে সম্বোধন করা হয়েছে, তাতে সাধারণ ছাত্ররা আহত হয়েছে। ছাত্ররা ইমিডিয়েট প্রতিক্রিয়া হিসেবে রাস্তায় বেরিয়ে এসেছে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কী করা যায়, সেটা আলোচনা সাপেক্ষ সিদ্ধান্ত নেব।’
এদিকে পদত্যাগ করা ছাত্রলীগের নেতারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক রাতুল আহামেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম।
অভিযোগ পাওয়া গেছে, প্রতিবাদ মিছিল নিয়ে বের হতে গেলে ছাত্রলীগের নেতা–কর্মীদের বাধার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদসহ একদল শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের মারধরের শিকার হন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, তাঁকে ঘুষি ও লাঠিপেটা করা হয়েছে।
এদিকে পুরোনো ঢাকার তাঁতীবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।
রাত ১২ টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হাজারখানেক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি তাঁতীবাজারে গিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে সেখানে ২০ মিনিটের মতো অবস্থান করে শিক্ষার্থীদের মিছিলটি আবার ক্যাম্পাসের দিকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়।
রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হন রাজধানীর পরীবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে।
শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি চোখে পড়ছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁরা ফেসবুকে পদত্যাগের এ ঘোষণা দেন। এদিকে রাতেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আজ রোববার রাত ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হন। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মিছিল শুরু করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্ররা বেরিয়ে আসছে। মেয়েদের হল থেকে বেরিয়ে আসছে। ঢাকার সব ছাত্ররা বেরিয়ে আসছে। আমাদের রাজাকার বলে সম্বোধন করা হয়েছে, তাতে সাধারণ ছাত্ররা আহত হয়েছে। ছাত্ররা ইমিডিয়েট প্রতিক্রিয়া হিসেবে রাস্তায় বেরিয়ে এসেছে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কী করা যায়, সেটা আলোচনা সাপেক্ষ সিদ্ধান্ত নেব।’
এদিকে পদত্যাগ করা ছাত্রলীগের নেতারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক রাতুল আহামেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম।
অভিযোগ পাওয়া গেছে, প্রতিবাদ মিছিল নিয়ে বের হতে গেলে ছাত্রলীগের নেতা–কর্মীদের বাধার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদসহ একদল শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের মারধরের শিকার হন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, তাঁকে ঘুষি ও লাঠিপেটা করা হয়েছে।
এদিকে পুরোনো ঢাকার তাঁতীবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।
রাত ১২ টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হাজারখানেক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি তাঁতীবাজারে গিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে সেখানে ২০ মিনিটের মতো অবস্থান করে শিক্ষার্থীদের মিছিলটি আবার ক্যাম্পাসের দিকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়।
রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হন রাজধানীর পরীবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে।
শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি চোখে পড়ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫