Ajker Patrika

আদালতের সামনে ইভ্যালির রাসেল দম্পতির মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ও জবি প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৭
আদালতের সামনে ইভ্যালির রাসেল দম্পতির মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে ইভ্যালির গ্রাহক-সেলাররা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন। তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল-নাসরিন দম্পতিকে আদালতে হাজির করার কথা রয়েছে। 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক আরিফ আহমেদ বলেন, 'আমাদের প্রত্যেকেরই টাকা পাওনা আছে। কিন্তু আমরা টাকা নিয়ে চিন্তিত নই। আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই। তিনি মুক্তি পেলে টাকা আমরা পাবই।'

আরেকজন গ্রাহক আমিরুল প্রান্ত বলেন, 'অন্যায়ভাবে রাসেল ভাইকে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।' 

আজমত আলী নামের ইভ্যালির একজন গ্রাহক বলেন, 'ইভ্যালিতে আমার ১২ লাখ টাকা আছে। আমি ছোটখাটো একজন উদ্যোক্তা। আমরা বিশ্বাস করি রাসেল ভাইকে সময় দিলে আমরা প্রোডাক্ট বুঝে পাব। আমি গত কিছুদিন আগেও প্রোডাক্ট পেয়েছি।'

অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহক ও পণ্য সরবরাহকারীরারেহানা খানম নামে একজন গ্রাহক বলেন, 'আমরা ইভ্যালির সিইও রাসেল ভাইয়ের মুক্তি চাইছি। এটি মূলত ই-কমার্স ধ্বংস করার পাঁয়তারা।' 

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই এই দম্পতিকে গ্রেপ্তার করে র‍্যাব। 

এর পরদিন শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়। সেদিন এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। গতকাল ২০ সেপ্টেম্বর ওই রিমান্ড শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত