নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই নারীর নাম শামীমা রহমান খান ওরফে সোনিয়া পারভিন ওরফে সীমা (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদরের খরপিটাল চক্ষু হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর সড়ক এলাকার মৃত হাবিবুর রহমাম খান ওরফে ইব্রাহিম আলীর মেয়ে।
আজ একদিনের রিমান্ড শেষে শামীমাকে আদালতে হাজির করে উত্তরা থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মিয়া তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার শামীমাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার বিকেলে উত্তরার রাজলক্ষ্মীর একটি রেস্টুরেন্ট থেকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ব্যবসায়ী আব্দুল আজিজের করা মামলায় শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শামীমা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কানাডার প্রবাসী ধনাঢ্য নারীর জন্য বয়স্ক পাত্র চাইতেন। বিজ্ঞাপনে ফোন নম্বর উল্লেখ থাকত। বিজ্ঞাপনে আরও বলা হত, পাত্র বিবাহিত ও তাঁর সন্তান থাকলেও কোনো সমস্যা নেই। পরে বিভিন্ন ব্যক্তি যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে সরে পড়তেন এই নারী।
মামলায় বলা হয়, ব্যবসায়ী আব্দুল আজিজ একটি বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। পরে প্রতারকেরা একটি ই–মেইল অ্যাড্রেস দিয়ে জীবন বৃত্তান্ত পাঠাতে বলেন। আব্দুল আজিজ জীবন বৃত্তান্ত পাঠালে তাঁকে কল দিয়ে কখনো শামীমা রহমান, কখনো তাঁর সহযোগী নুরুল আলম কথা বলেন। একপর্যায়ে তাঁরা গুলশানের ওয়েস্টিন হোটেলে দেখা করে আলোচনা করেন। পরবর্তীতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের আব্দুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের আলোচনা হয়। সেখানে তাঁদের বিয়ের দিন–তারিখ ঠিক হয়।
প্রতারকেরা আব্দুল আজিজকে কানাডায় নিয়ে যাবেন বলে জানায় এবং তাঁর পাসপোর্ট করতে বলেন। সেই সঙ্গে তাঁরা জানান, কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং, টিকিট, বিয়ের খরচ ও গয়না খরচ দিতে হবে। কথা অনুযায়ী তিনি সব মিলিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ও তাঁর আগের বউয়ের দেড় ভরি স্বর্ণালংকার দেন।
মামলায় আরও বলা হয়, আব্দুল আজিজের বাসায় গত ২০ মে শাড়ি, গয়না পরে শামীমা কনে সেজে আব্দুল আজিজকে বিয়েও করেন। পরবর্তীতে কানাডায় যাওয়ার জন্য শামীমা তাঁকে কাগজপত্র দিয়ে গত ২৯ মে ফ্লাইটের কথা জানান। কিন্তু এর দুই দিন আগে ২৭ মে থেকে শামীমা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। সেই সঙ্গে আজিজের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।
এর কিছুদিন পর এ ধরনের আরেকটি বিজ্ঞাপন দেখে ওই আজিজ আবার ভিন্ন ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে কৌশলে এই শামীমাকে শনাক্ত করেন এবং পুলিশের হাতে তুলে দেন।
কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই নারীর নাম শামীমা রহমান খান ওরফে সোনিয়া পারভিন ওরফে সীমা (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদরের খরপিটাল চক্ষু হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর সড়ক এলাকার মৃত হাবিবুর রহমাম খান ওরফে ইব্রাহিম আলীর মেয়ে।
আজ একদিনের রিমান্ড শেষে শামীমাকে আদালতে হাজির করে উত্তরা থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মিয়া তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার শামীমাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার বিকেলে উত্তরার রাজলক্ষ্মীর একটি রেস্টুরেন্ট থেকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ব্যবসায়ী আব্দুল আজিজের করা মামলায় শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শামীমা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কানাডার প্রবাসী ধনাঢ্য নারীর জন্য বয়স্ক পাত্র চাইতেন। বিজ্ঞাপনে ফোন নম্বর উল্লেখ থাকত। বিজ্ঞাপনে আরও বলা হত, পাত্র বিবাহিত ও তাঁর সন্তান থাকলেও কোনো সমস্যা নেই। পরে বিভিন্ন ব্যক্তি যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে সরে পড়তেন এই নারী।
মামলায় বলা হয়, ব্যবসায়ী আব্দুল আজিজ একটি বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। পরে প্রতারকেরা একটি ই–মেইল অ্যাড্রেস দিয়ে জীবন বৃত্তান্ত পাঠাতে বলেন। আব্দুল আজিজ জীবন বৃত্তান্ত পাঠালে তাঁকে কল দিয়ে কখনো শামীমা রহমান, কখনো তাঁর সহযোগী নুরুল আলম কথা বলেন। একপর্যায়ে তাঁরা গুলশানের ওয়েস্টিন হোটেলে দেখা করে আলোচনা করেন। পরবর্তীতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের আব্দুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের আলোচনা হয়। সেখানে তাঁদের বিয়ের দিন–তারিখ ঠিক হয়।
প্রতারকেরা আব্দুল আজিজকে কানাডায় নিয়ে যাবেন বলে জানায় এবং তাঁর পাসপোর্ট করতে বলেন। সেই সঙ্গে তাঁরা জানান, কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং, টিকিট, বিয়ের খরচ ও গয়না খরচ দিতে হবে। কথা অনুযায়ী তিনি সব মিলিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ও তাঁর আগের বউয়ের দেড় ভরি স্বর্ণালংকার দেন।
মামলায় আরও বলা হয়, আব্দুল আজিজের বাসায় গত ২০ মে শাড়ি, গয়না পরে শামীমা কনে সেজে আব্দুল আজিজকে বিয়েও করেন। পরবর্তীতে কানাডায় যাওয়ার জন্য শামীমা তাঁকে কাগজপত্র দিয়ে গত ২৯ মে ফ্লাইটের কথা জানান। কিন্তু এর দুই দিন আগে ২৭ মে থেকে শামীমা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। সেই সঙ্গে আজিজের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।
এর কিছুদিন পর এ ধরনের আরেকটি বিজ্ঞাপন দেখে ওই আজিজ আবার ভিন্ন ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে কৌশলে এই শামীমাকে শনাক্ত করেন এবং পুলিশের হাতে তুলে দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫