নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলনের ১৯ তম দিনে আজ রোববারও নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকেরা। এই অবস্থান কর্মসূচির কারণে টানা ১৮ দিন অবরুদ্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবন। সেবাপ্রার্থীরা বারবার এসে ফিরে যেতে যেতে এখন প্রায় আসাই বন্ধ করে দিয়েছেন। গত কয়েক দিনের তুলনায় সেবাপ্রার্থীর সংখ্যা একদমই নগণ্য ছিল আজ।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবন প্রাঙ্গণে দেখা মিলেছে মাত্র একজন সেবাপ্রার্থীর। প্রথম কয়েক দিন সেবাপ্রার্থীদের আনাগোনা থাকলেও, বারবার হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদের। ফলে ধীরে ধীরে আসা কমিয়ে দিয়েছেন অনেকে।
দুপুর ১২টায় কাকভেজা হয়ে হাতে ফাইল নিয়ে উঁকিঝুঁকি দিতে দেখা যায় আবু সুফিয়ান নামে এক সেবাপ্রার্থীকে। জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘আমি ট্রেড লাইসেন্সের কাজে এসেছিলাম। এসে দেখি ঢোকার দরজায় তালা। কয়েক দিন আগে শুনলাম আন্দোলন চলছিল। সেটা এখনো আছে জানতাম না।’
ডিএসসিসির এক কর্মচারী জানান, অবরোধের প্রথম দিকে অনেকেই কল দিতেন, তাঁদের কাজ কোনো উপায়ে করে দেওয়া যাবে কিনা—এমন প্রশ্ন নিয়ে। তবে এমন কলের সংখ্যাও কমে গেছে। প্রায় আসে না বললেই হয়।
এদিকে, আজ রোববার সকাল ১০টার কিছু পর থেকেই বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনের শপথ এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে দলে দলে নগর ভবনে আসেন আন্দোলনকারীরা। ঢাকাবাসী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে বরাবরের মতোই চলে অবস্থান কর্মসূচি।
তারা জানান, আদালত বারবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়েছেন। তারপরও কেন সরকার টালবাহানা করছে? তাঁরা জানান, তাদের দুইটি দাবি। প্রথম দাবি, ইশরাকের শপথ। দ্বিতীয় দাবি, উপদেষ্টা আসিফ এবং মাহফুজের পদত্যাগ। এই দুই দাবি পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে, নগর ভবনের তালা খুলবে না।
আন্দোলনরত ঢাকাবাসী প্ল্যাটফর্মের সমন্বয়কারী মশিউর রহমান বলেন, ‘ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের জন্য সরকারের কাছে বারবার অনুরোধ করে আসছি আমরা। ঢাকাবাসী মিছিল মিটিং করছে, অবস্থান কর্মসূচি নিয়েছে। এখনো সরকারের কোনো কর্ণপাত লক্ষ্য করা যাচ্ছে না। সরকার জোর জবরদস্তি করে তাঁকে শপথ দিচ্ছে না। যত দিন না শপথ পড়াবে, তত দিন আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার চিন্তা করেছি।’
যে নির্বাচনের মেয়র হিসেবে ইশরাক শপথ নেবেন, সেটির মেয়াদ আজ শেষ। তাহলে এখনো আন্দোলন চালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তাপসকে কোর্ট অবৈধ (বলে ঘোষণা) করেছে। ফলে তাঁর সময়টাও অবৈধ হয়ে যায়। আমরা সেই চার বছর সময়টাকে খণ্ডন করার জন্য মহামান্য হাইকোর্টে রিট দাখিল করেছি। ওই সময়টা যদি খণ্ডন হয়ে যায়, তাহলে আমার আরও চারটি বছর পাচ্ছি।’
ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকাবাসীর ব্যানারে এই আন্দোলন শুরু হয় গত ১৫ মে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলনের ১৯ তম দিনে আজ রোববারও নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকেরা। এই অবস্থান কর্মসূচির কারণে টানা ১৮ দিন অবরুদ্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবন। সেবাপ্রার্থীরা বারবার এসে ফিরে যেতে যেতে এখন প্রায় আসাই বন্ধ করে দিয়েছেন। গত কয়েক দিনের তুলনায় সেবাপ্রার্থীর সংখ্যা একদমই নগণ্য ছিল আজ।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবন প্রাঙ্গণে দেখা মিলেছে মাত্র একজন সেবাপ্রার্থীর। প্রথম কয়েক দিন সেবাপ্রার্থীদের আনাগোনা থাকলেও, বারবার হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদের। ফলে ধীরে ধীরে আসা কমিয়ে দিয়েছেন অনেকে।
দুপুর ১২টায় কাকভেজা হয়ে হাতে ফাইল নিয়ে উঁকিঝুঁকি দিতে দেখা যায় আবু সুফিয়ান নামে এক সেবাপ্রার্থীকে। জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘আমি ট্রেড লাইসেন্সের কাজে এসেছিলাম। এসে দেখি ঢোকার দরজায় তালা। কয়েক দিন আগে শুনলাম আন্দোলন চলছিল। সেটা এখনো আছে জানতাম না।’
ডিএসসিসির এক কর্মচারী জানান, অবরোধের প্রথম দিকে অনেকেই কল দিতেন, তাঁদের কাজ কোনো উপায়ে করে দেওয়া যাবে কিনা—এমন প্রশ্ন নিয়ে। তবে এমন কলের সংখ্যাও কমে গেছে। প্রায় আসে না বললেই হয়।
এদিকে, আজ রোববার সকাল ১০টার কিছু পর থেকেই বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনের শপথ এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে দলে দলে নগর ভবনে আসেন আন্দোলনকারীরা। ঢাকাবাসী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে বরাবরের মতোই চলে অবস্থান কর্মসূচি।
তারা জানান, আদালত বারবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়েছেন। তারপরও কেন সরকার টালবাহানা করছে? তাঁরা জানান, তাদের দুইটি দাবি। প্রথম দাবি, ইশরাকের শপথ। দ্বিতীয় দাবি, উপদেষ্টা আসিফ এবং মাহফুজের পদত্যাগ। এই দুই দাবি পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে, নগর ভবনের তালা খুলবে না।
আন্দোলনরত ঢাকাবাসী প্ল্যাটফর্মের সমন্বয়কারী মশিউর রহমান বলেন, ‘ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের জন্য সরকারের কাছে বারবার অনুরোধ করে আসছি আমরা। ঢাকাবাসী মিছিল মিটিং করছে, অবস্থান কর্মসূচি নিয়েছে। এখনো সরকারের কোনো কর্ণপাত লক্ষ্য করা যাচ্ছে না। সরকার জোর জবরদস্তি করে তাঁকে শপথ দিচ্ছে না। যত দিন না শপথ পড়াবে, তত দিন আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার চিন্তা করেছি।’
যে নির্বাচনের মেয়র হিসেবে ইশরাক শপথ নেবেন, সেটির মেয়াদ আজ শেষ। তাহলে এখনো আন্দোলন চালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তাপসকে কোর্ট অবৈধ (বলে ঘোষণা) করেছে। ফলে তাঁর সময়টাও অবৈধ হয়ে যায়। আমরা সেই চার বছর সময়টাকে খণ্ডন করার জন্য মহামান্য হাইকোর্টে রিট দাখিল করেছি। ওই সময়টা যদি খণ্ডন হয়ে যায়, তাহলে আমার আরও চারটি বছর পাচ্ছি।’
ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকাবাসীর ব্যানারে এই আন্দোলন শুরু হয় গত ১৫ মে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে