নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেন। এর ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদক আইনজীবী।
কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শাহ মনজুরুল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে কুতুবের আপিল মঞ্জুর করে গত বুধবার হাইকোর্ট তাকে খালাস দেন। পরে বৃহস্পতিবার খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়ে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। পরে সেখানে নিজেই বসবাস করার অভিযোগে ২০১৮ সালের ৮ জুন কুতুবের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি কুতুব ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
চার্জশিটে বলা হয়, কুতুব উদ্দিন একজন সরকারি কর্মকর্তা হয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেন।
আর মালিক না হওয়া সত্ত্বেও নাজমুল ইসলাম সাঈদকে ভুয়া আমমোক্তার সাজিয়ে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গুলশানে ১০ কাঠা জমির প্লট দখল করেন। এমনকি সেখানে বাড়িও করেন।
ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় কুতুবকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৩ মে শুনানি শেষে রায়ের জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেন। এর ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদক আইনজীবী।
কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শাহ মনজুরুল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে কুতুবের আপিল মঞ্জুর করে গত বুধবার হাইকোর্ট তাকে খালাস দেন। পরে বৃহস্পতিবার খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়ে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। পরে সেখানে নিজেই বসবাস করার অভিযোগে ২০১৮ সালের ৮ জুন কুতুবের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি কুতুব ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
চার্জশিটে বলা হয়, কুতুব উদ্দিন একজন সরকারি কর্মকর্তা হয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেন।
আর মালিক না হওয়া সত্ত্বেও নাজমুল ইসলাম সাঈদকে ভুয়া আমমোক্তার সাজিয়ে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গুলশানে ১০ কাঠা জমির প্লট দখল করেন। এমনকি সেখানে বাড়িও করেন।
ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় কুতুবকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৩ মে শুনানি শেষে রায়ের জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে