Ajker Patrika

আরজে নীরবের পর এবার কিউকমের সিইও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরজে নীরবের পর এবার কিউকমের সিইও রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিরুদ্ধে করা প্রতারণা মামলায় আরজে নীরবের পর এবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন। 

গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন পল্টন থানায় করা ডিজিটার নিরাপত্তা আইনের মামলায় এ আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে রিপন মিয়াকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় গত ৮ অক্টোবর গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানা-পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের তারিখ ধার্য করেন। 

শুনানিকালে রিপন মিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ হায়দার তানভীরুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিপন মিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাতের অভিযোগে আবদুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী গত ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন। মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তাঁর স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নীরবসহ ছয়জনকে আসামি করা হয়। 

এ মামলায় গত ৮ অক্টোবর কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) হ‌ুমায়ূন কবির নীরব ওরফে আরজে নীরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই নীরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত