নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী নারী শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি ও পরে সংসদ সচিবের কাছে লিখিত অভিযোগ করেন ওই নারী।
সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৬ এ কমিটি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ, আপত্তিকর কথাবার্তা ও উত্ত্যক্ত করার অভিযোগ করেন তাঁর সহকর্মী ওই নারী। নারীর অভিযোগ পেয়ে নিয়ম অনুযায়ী রফিকুলকে ‘কারণ দর্শানোর’ নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, ‘তিনি আসলে তাঁকে শাসন করতে চেয়েছিলেন। এই বিষয়টিই বড় করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে এটা ঠিক। এ ছাড়া সচিব স্যারের কাছে বিচার দেওয়া হয়েছে। তাঁদের কাছেই এ ব্যাপারে জানতে পারবেন।’ এর বাইরে তিনি কিছু জানতে চাননি।
অভিযোগকারী সংসদ সচিবালয়ের ওই নারী কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই কর্মকর্তা জোর করে অনেকবার জড়িয়ে ধরেছেন, শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। অনেক অনুনয়, অনুরোধেও নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাকে থামাতে পারিনি।’
তিনি বলেন, ‘চাকরি আর লজ্জায় বসের নির্যাতন দিনের পর দিন সহ্য করে গেছি। শুধু আমি নই। এখানে যেসব নারী বদলি হয়ে আসেন, তাঁদের সঙ্গেই সে এ রকম ব্যবহার করে। কিন্তু লোকলজ্জার ভয়ে সবাই চুপ থাকেন।’
ওই নারী গণমাধ্যমকে জানান, গত ২০ মার্চ তিনি শেরেবাংলা নগর থানায় জিডি করেন। এ কারণে তাঁকে নানাভাবে চাপ দেওয়া হয়। তখন পরদিন অভিযোগ তদন্ত না করার জন্য থানায় আবেদন করেন তিনি। ওই নারীর স্বামীও সংসদ সচিবালয়ের কর্মকর্তা।
ওই নারীর স্বামী বলেন, ‘সাধারণ ডায়েরির সংবাদ পেয়ে রফিক আরও ক্ষিপ্ত হন এবং ডায়েরি প্রত্যাহার না করলে তাঁর পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেন। তা ছাড়া রফিক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যও বিভিন্ন লোক মারফত হুমকি দেন। প্রয়োজনে আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চাইবেন বলেও অনুরোধ করেন।’
তিনি বলেন, ‘নিরাপত্তাহীনতারে কারণে আমরা সংসদ সচিব মহোদয়কে অবহিত করি এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেছি। আসলে আমরা দুজনই মানসিকভাবে ভেঙে পড়েছি। লোকলজ্জার ভয়ে আর কত দিন এই ধরনের নির্যাতন সহ্য করা যায়?’
সংসদের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার উপসচিব এস এম মঞ্জুর বলেন, ‘রফিকুলের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’
রফিকুল ইসলাম আজ রোববার থেকে ওমরাহ করার জন্য সৌদি আরব যাওয়ার জন্য ছুটি নিয়েছেন বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি।
নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী নারী শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি ও পরে সংসদ সচিবের কাছে লিখিত অভিযোগ করেন ওই নারী।
সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৬ এ কমিটি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ, আপত্তিকর কথাবার্তা ও উত্ত্যক্ত করার অভিযোগ করেন তাঁর সহকর্মী ওই নারী। নারীর অভিযোগ পেয়ে নিয়ম অনুযায়ী রফিকুলকে ‘কারণ দর্শানোর’ নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, ‘তিনি আসলে তাঁকে শাসন করতে চেয়েছিলেন। এই বিষয়টিই বড় করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে এটা ঠিক। এ ছাড়া সচিব স্যারের কাছে বিচার দেওয়া হয়েছে। তাঁদের কাছেই এ ব্যাপারে জানতে পারবেন।’ এর বাইরে তিনি কিছু জানতে চাননি।
অভিযোগকারী সংসদ সচিবালয়ের ওই নারী কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই কর্মকর্তা জোর করে অনেকবার জড়িয়ে ধরেছেন, শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। অনেক অনুনয়, অনুরোধেও নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাকে থামাতে পারিনি।’
তিনি বলেন, ‘চাকরি আর লজ্জায় বসের নির্যাতন দিনের পর দিন সহ্য করে গেছি। শুধু আমি নই। এখানে যেসব নারী বদলি হয়ে আসেন, তাঁদের সঙ্গেই সে এ রকম ব্যবহার করে। কিন্তু লোকলজ্জার ভয়ে সবাই চুপ থাকেন।’
ওই নারী গণমাধ্যমকে জানান, গত ২০ মার্চ তিনি শেরেবাংলা নগর থানায় জিডি করেন। এ কারণে তাঁকে নানাভাবে চাপ দেওয়া হয়। তখন পরদিন অভিযোগ তদন্ত না করার জন্য থানায় আবেদন করেন তিনি। ওই নারীর স্বামীও সংসদ সচিবালয়ের কর্মকর্তা।
ওই নারীর স্বামী বলেন, ‘সাধারণ ডায়েরির সংবাদ পেয়ে রফিক আরও ক্ষিপ্ত হন এবং ডায়েরি প্রত্যাহার না করলে তাঁর পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেন। তা ছাড়া রফিক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যও বিভিন্ন লোক মারফত হুমকি দেন। প্রয়োজনে আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চাইবেন বলেও অনুরোধ করেন।’
তিনি বলেন, ‘নিরাপত্তাহীনতারে কারণে আমরা সংসদ সচিব মহোদয়কে অবহিত করি এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেছি। আসলে আমরা দুজনই মানসিকভাবে ভেঙে পড়েছি। লোকলজ্জার ভয়ে আর কত দিন এই ধরনের নির্যাতন সহ্য করা যায়?’
সংসদের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার উপসচিব এস এম মঞ্জুর বলেন, ‘রফিকুলের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’
রফিকুল ইসলাম আজ রোববার থেকে ওমরাহ করার জন্য সৌদি আরব যাওয়ার জন্য ছুটি নিয়েছেন বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫