Ajker Patrika

এক সপ্তাহের লকডাউন আসছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৭: ২৬
এক সপ্তাহের লকডাউন আসছে: ওবায়দুল কাদের

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার বেড়ে যাওয়ায় ফের এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার।

শনিবার সকালে সংসদে থাকা অবস্থায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দেশব্যাপী আশংকাজনক হারে বাড়তে থাকা করোনা সংক্রমণ ও মৃত্যুর কারণে সরকার এমন চিন্তা করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু এখনও অনেকেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধির প্রতি অনীহা দেখাচ্ছেন। নিজেদের সুরক্ষার স্বার্থেই সবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ।

রমজান মাসকে সামনে রেখে এরই মধ্যে নিতপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, যা শাস্তি যোগ্য অপরাধ। অহেতুক মূল্য বৃদ্ধি ও মজুদদারিতা নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে।

বাজার অস্থির করার যে কোনো অপপ্রয়াস সরকার মেনে নেবে না, কোনো ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের।

গত সপ্তাহ থেকেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ ছয় হাজার ছাড়িয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত প্রায় সাত হাজারে পৌঁছে গেছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত