অনলাইন ডেস্ক
গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্ত্বেও সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে। মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার।’
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছে, যা আর তারা বন্ধ করতে পারছে না। সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না। দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে, রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে, তা ভালো লক্ষণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।’
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয়। সফল হতে চাইলে সরকারকে তার অ্যাজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।’
সাইফুল হক আরও বলেন, সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখনো পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্ত্বেও সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে। মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার।’
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছে, যা আর তারা বন্ধ করতে পারছে না। সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না। দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে, রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে, তা ভালো লক্ষণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।’
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয়। সফল হতে চাইলে সরকারকে তার অ্যাজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।’
সাইফুল হক আরও বলেন, সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখনো পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫