নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাস প্রতিরোধে দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ এই স্লোগানে শনিবার ২২ জানুয়ারি থেকে ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আজ বৃহস্পতিবার জুম প্ল্যাটফর্মে আয়োজিত ক্যাম্পেইন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এই তথ্য জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ সর্বমোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের ১০ দিনে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে। শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।’
ডিএনসিসির মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতামূলক বার্তা মাইকিং করে প্রতিটি ওয়ার্ডে প্রচারের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজে আগত মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ এবং জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনাসমূহ মসজিদের মাইকের মাধ্যমে প্রচারের কথা উল্লেখ করেন।
ডিএনসিসি তথ্য সূত্র বলছে, স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ২১ লাখ ১৬ হাজার ৪০০ মাস্ক, ১ লাখ ৩৩ হাজার ৭৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২০০০ বোতল (২৫০ মিলি) লিকুইড হ্যান্ডওয়াশ, ২ লাখ ৪০ হাজার সাবান বিতরণ করা হয়েছে। এ ছাড়া বস্তি এলাকায় প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আরও ২ লাখ ৫০ হাজার সাবান বিতরণ করা হয়েছে।
জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।
করোনাভাইরাস প্রতিরোধে দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ এই স্লোগানে শনিবার ২২ জানুয়ারি থেকে ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আজ বৃহস্পতিবার জুম প্ল্যাটফর্মে আয়োজিত ক্যাম্পেইন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এই তথ্য জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ সর্বমোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের ১০ দিনে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে। শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।’
ডিএনসিসির মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতামূলক বার্তা মাইকিং করে প্রতিটি ওয়ার্ডে প্রচারের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজে আগত মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ এবং জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনাসমূহ মসজিদের মাইকের মাধ্যমে প্রচারের কথা উল্লেখ করেন।
ডিএনসিসি তথ্য সূত্র বলছে, স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ২১ লাখ ১৬ হাজার ৪০০ মাস্ক, ১ লাখ ৩৩ হাজার ৭৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২০০০ বোতল (২৫০ মিলি) লিকুইড হ্যান্ডওয়াশ, ২ লাখ ৪০ হাজার সাবান বিতরণ করা হয়েছে। এ ছাড়া বস্তি এলাকায় প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আরও ২ লাখ ৫০ হাজার সাবান বিতরণ করা হয়েছে।
জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে