নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য অধিকার আদায় করতে হলে তরুণদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সভাটি আয়োজন করে।
সুজন সম্পাদক বলেন, ‘আমাদের এক সময় ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা দুবার স্বাধীন হয়েও দেশের নাগরিক হতে পারিনি। যারা দেশ শাসন করছে, আমরা যা কিছু পাই তাঁদের বদান্যতায়, আমাদের অধিকারে নয়। এ জন্য আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
দেশের শিক্ষা, স্বাস্থ্য বা আইন শৃঙ্খলায় যত সমস্যা আছে সব স্থানীয় পর্যায়ে জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘এগুলোর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে। যে সমাজে তরুণ বেশি থাকে সে সমাজে সম্ভাবনা ও উন্নতি বেশি। তার জন্য মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে। তরুণেরা মাদক ও অপরাধে যুক্ত হলে তারুণ্য সম্ভাবনার বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’
সভায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুবকেরাই প্রথম মিছিল নিয়ে বের হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে দেশ মেরামতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র যুবকেরাই।’
যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এর ফল পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্র যদি সংস্কার না করেন তাহলে বর্জ্য জমতেই থাকবে, আর আপনারা সরাতেই থাকবেন। রাষ্ট্রকে মেরামত না করলে এমন হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আলমগীর হোসেন, ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প পরিচালক আবদুর রহমান খান প্রমুখ।
রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য অধিকার আদায় করতে হলে তরুণদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সভাটি আয়োজন করে।
সুজন সম্পাদক বলেন, ‘আমাদের এক সময় ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা দুবার স্বাধীন হয়েও দেশের নাগরিক হতে পারিনি। যারা দেশ শাসন করছে, আমরা যা কিছু পাই তাঁদের বদান্যতায়, আমাদের অধিকারে নয়। এ জন্য আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
দেশের শিক্ষা, স্বাস্থ্য বা আইন শৃঙ্খলায় যত সমস্যা আছে সব স্থানীয় পর্যায়ে জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘এগুলোর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে। যে সমাজে তরুণ বেশি থাকে সে সমাজে সম্ভাবনা ও উন্নতি বেশি। তার জন্য মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে। তরুণেরা মাদক ও অপরাধে যুক্ত হলে তারুণ্য সম্ভাবনার বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’
সভায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুবকেরাই প্রথম মিছিল নিয়ে বের হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে দেশ মেরামতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র যুবকেরাই।’
যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এর ফল পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্র যদি সংস্কার না করেন তাহলে বর্জ্য জমতেই থাকবে, আর আপনারা সরাতেই থাকবেন। রাষ্ট্রকে মেরামত না করলে এমন হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আলমগীর হোসেন, ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প পরিচালক আবদুর রহমান খান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫