Ajker Patrika

ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪: ৪৭
ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত জলশিং এলাকায় পিউর ব্রিকস থেকে এই অভিযান শুরু করেন।  এর পরপরই অভিযান চলানো হয় ওই এলাকার মা ব্রিকস ও মা স্টার ব্রিকসে। 

অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে এসব ভাটার অধিকাংশই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ ওই এলাকাসহ পাশের আরও কয়েকটি এলাকার ইটভাটায় অভিযান চালানো হবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম তামজীদ আহমেদ। ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদারসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ অভিযানে সহায়তা করছেন। 

জহিরুল ইসলাম তালুকদার বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদে ধামরাইয়ে এ বছর দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হলো। এই অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত