সেলিনা আক্তার, ঢাকা
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল আর সরকারি-বেসরকারি অফিসে কর্মরত লোকজন প্রায় প্রতিদিনই নানান দাবি নিয়ে নামছে রাস্তায়। দিনের পর দিন দাবি আদায়ের নামে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখা হচ্ছে। ফলে যানজটের ভোগান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ঢাকাবাসীর। একদিকে আন্দোলন, অন্যদিকে বিভিন্ন এলাকায় রাস্তার খোঁড়াখুঁড়ি, দুইয়ে মিলে নাগরিক জীবন যখন বিপর্যস্ত; তখন অতি বৃষ্টিতে জলজট ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা।
গতকাল বুধবারও ব্যস্ত নগরী ঢাকার চিত্র এমনই ছিল। বিশেষ করে রমনা, শাহবাগ, সায়েন্সল্যাব, কারওয়ান বাজার, মতিঝিল, কাকরাইল, ফকিরাপুল, প্রেসক্লাব, আগারগাঁও, মগবাজার, হাতিরঝিলের একাংশ, বাড্ডা, যাত্রাবাড়ী এলাকায় যানজট এতটাই ভয়াবহ রূপ নেয় যে ১৫-২০ মিনিটে পার হওয়ার মতো রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।
সরেজমিনে দেখা যায়, গতকাল মৎস্য ভবন এলাকায় সকাল থেকেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সমর্থকেরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের অবস্থান মৎস্য ভবন মোড় ছাড়িয়ে কাকরাইল, হাইকোর্ট গেট, শিক্ষা ভবন ও প্রেসক্লাব পর্যন্ত গিয়ে পৌঁছায়। উপস্থিত লোকজন রাস্তাগুলো বন্ধ করে দিলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একই অবস্থা দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন এলাকায়। সেখানে কমিশন পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। একই দিনে অর্থাৎ যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গ্যাসের সংকট নিয়ে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যানজট দেখা যায়।
এদিকে, ব্যস্ত সড়কে অপ্রত্যাশিত খোঁড়াখুঁড়ি দুর্ভোগ বাড়িয়েছে। ঢাকা ওয়াসা মগবাজার, বাসাবো নন্দীপাড়া সড়ক, মেরুল বাড্ডা, নীলক্ষেতসহ বেশ কিছু জায়গায় ভূগর্ভস্থ পানির সঞ্চালন লাইন বসানোর কাজ করছে। সড়কগুলোর অর্ধেকের বেশি জায়গা বন্ধ করে খোঁড়াখুঁড়ি করায় যান চলাচল হয়ে গেছে এক লেনে। গতকাল দুপুর থেকে হাতিরঝিল হয়ে মেরুল বাড্ডা অংশে প্রবেশ করতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকতে হয়েছে। হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে মেরুল অংশ হয়ে ইউলুপের দুপাশে যানবাহনের দীর্ঘ জটলা লেগে যায়। তার ওপর দুপুরের পর বৃষ্টি শুরু হলে রাস্তায় পানি জমে যান চলাচল আরও ধীর গতির হয়ে পড়ে।
বৃষ্টির মধ্যে গুলিস্তান মোড়ে আটকে থাকা জাহিদ হাসান নামের এক বেসরকারি চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, ‘কী মুশকিলে পড়লাম, রিকশা নাই, সিএনজিও মিটারে যাচ্ছে না, হেঁটে এগোনো যাচ্ছে না; আবার রাস্তায়ও পানি জমে আছে।’
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানান, আন্দোলনকারীরা সড়কে অবস্থানের কারণে শাহবাগ, রমনার পাশাপাশি মতিঝিল থানা এলাকায় সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ ডাইভারশন রোড দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল আর সরকারি-বেসরকারি অফিসে কর্মরত লোকজন প্রায় প্রতিদিনই নানান দাবি নিয়ে নামছে রাস্তায়। দিনের পর দিন দাবি আদায়ের নামে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখা হচ্ছে। ফলে যানজটের ভোগান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ঢাকাবাসীর। একদিকে আন্দোলন, অন্যদিকে বিভিন্ন এলাকায় রাস্তার খোঁড়াখুঁড়ি, দুইয়ে মিলে নাগরিক জীবন যখন বিপর্যস্ত; তখন অতি বৃষ্টিতে জলজট ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা।
গতকাল বুধবারও ব্যস্ত নগরী ঢাকার চিত্র এমনই ছিল। বিশেষ করে রমনা, শাহবাগ, সায়েন্সল্যাব, কারওয়ান বাজার, মতিঝিল, কাকরাইল, ফকিরাপুল, প্রেসক্লাব, আগারগাঁও, মগবাজার, হাতিরঝিলের একাংশ, বাড্ডা, যাত্রাবাড়ী এলাকায় যানজট এতটাই ভয়াবহ রূপ নেয় যে ১৫-২০ মিনিটে পার হওয়ার মতো রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।
সরেজমিনে দেখা যায়, গতকাল মৎস্য ভবন এলাকায় সকাল থেকেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সমর্থকেরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের অবস্থান মৎস্য ভবন মোড় ছাড়িয়ে কাকরাইল, হাইকোর্ট গেট, শিক্ষা ভবন ও প্রেসক্লাব পর্যন্ত গিয়ে পৌঁছায়। উপস্থিত লোকজন রাস্তাগুলো বন্ধ করে দিলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একই অবস্থা দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন এলাকায়। সেখানে কমিশন পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। একই দিনে অর্থাৎ যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গ্যাসের সংকট নিয়ে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যানজট দেখা যায়।
এদিকে, ব্যস্ত সড়কে অপ্রত্যাশিত খোঁড়াখুঁড়ি দুর্ভোগ বাড়িয়েছে। ঢাকা ওয়াসা মগবাজার, বাসাবো নন্দীপাড়া সড়ক, মেরুল বাড্ডা, নীলক্ষেতসহ বেশ কিছু জায়গায় ভূগর্ভস্থ পানির সঞ্চালন লাইন বসানোর কাজ করছে। সড়কগুলোর অর্ধেকের বেশি জায়গা বন্ধ করে খোঁড়াখুঁড়ি করায় যান চলাচল হয়ে গেছে এক লেনে। গতকাল দুপুর থেকে হাতিরঝিল হয়ে মেরুল বাড্ডা অংশে প্রবেশ করতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকতে হয়েছে। হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে মেরুল অংশ হয়ে ইউলুপের দুপাশে যানবাহনের দীর্ঘ জটলা লেগে যায়। তার ওপর দুপুরের পর বৃষ্টি শুরু হলে রাস্তায় পানি জমে যান চলাচল আরও ধীর গতির হয়ে পড়ে।
বৃষ্টির মধ্যে গুলিস্তান মোড়ে আটকে থাকা জাহিদ হাসান নামের এক বেসরকারি চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, ‘কী মুশকিলে পড়লাম, রিকশা নাই, সিএনজিও মিটারে যাচ্ছে না, হেঁটে এগোনো যাচ্ছে না; আবার রাস্তায়ও পানি জমে আছে।’
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানান, আন্দোলনকারীরা সড়কে অবস্থানের কারণে শাহবাগ, রমনার পাশাপাশি মতিঝিল থানা এলাকায় সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ ডাইভারশন রোড দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে