কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সামরিক স্বৈরশাসক রোহিঙ্গাসহ বিভিন্ন নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নিবর্তনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রেক্ষাপটে মিয়ানমারে সকল প্রকার অস্ত্র সরবরাহ বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আজ সোমবার ঢাকায় ‘বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২২’ শীর্ষক সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ঢাকায় এক হোটেলে এই সম্মেলনের আয়োজন করে।
ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল সম্পর্কে মার্কিন ধারণা ব্যাখ্যা করে পিটার হাস বলেন, ‘স্বৈরতন্ত্রের উত্থানের প্রতিযোগিতা এই অঞ্চলে উন্নয়নে বড় বাধা। তাই এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে গণতন্ত্র, স্বচ্ছতা, বহুত্ববাদ, সাম্য, সুশাসন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে সমর্থন অব্যাহত রাখা এবং সামরিক সহযোগিতার সম্পর্ক জোরদার করার ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।’
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেটারটন ডিকসন তাঁর বক্তব্যে ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলগুলোয় স্থিতিশীলতা বজায় রাখা ও আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার প্রতি জোর দেন।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দিয়ে বলেন, ‘রোহিঙ্গা সংকট দিয়ে এই অঞ্চলকে অস্থিতিশীল হতে দেওয়া যাবে না।’ এই সংকট মোচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে নেপাল, ভারত ও বাংলাদেশের কয়েকজন আলোচক দক্ষিণ এশিয়ার ‘কম সংহত অঞ্চল’ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। এই প্রেক্ষাপটে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানী ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক আন্তসংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বরিস তাদিস তাঁর বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য সামাজিক সংহতি দরকার।’ অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য বোঝা হলেও তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে বলেন যে, ‘অধিক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ভারতের তাওসিফ রায়না, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরী, নেপালের ড. প্রমোদ জায়সোয়াল, সিজিএস চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী ও নির্বাহী পরিচালক জিল্লুর রহমানসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন।
সামরিক স্বৈরশাসক রোহিঙ্গাসহ বিভিন্ন নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নিবর্তনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রেক্ষাপটে মিয়ানমারে সকল প্রকার অস্ত্র সরবরাহ বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আজ সোমবার ঢাকায় ‘বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২২’ শীর্ষক সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ঢাকায় এক হোটেলে এই সম্মেলনের আয়োজন করে।
ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল সম্পর্কে মার্কিন ধারণা ব্যাখ্যা করে পিটার হাস বলেন, ‘স্বৈরতন্ত্রের উত্থানের প্রতিযোগিতা এই অঞ্চলে উন্নয়নে বড় বাধা। তাই এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে গণতন্ত্র, স্বচ্ছতা, বহুত্ববাদ, সাম্য, সুশাসন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে সমর্থন অব্যাহত রাখা এবং সামরিক সহযোগিতার সম্পর্ক জোরদার করার ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।’
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেটারটন ডিকসন তাঁর বক্তব্যে ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলগুলোয় স্থিতিশীলতা বজায় রাখা ও আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার প্রতি জোর দেন।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দিয়ে বলেন, ‘রোহিঙ্গা সংকট দিয়ে এই অঞ্চলকে অস্থিতিশীল হতে দেওয়া যাবে না।’ এই সংকট মোচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে নেপাল, ভারত ও বাংলাদেশের কয়েকজন আলোচক দক্ষিণ এশিয়ার ‘কম সংহত অঞ্চল’ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। এই প্রেক্ষাপটে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানী ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক আন্তসংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বরিস তাদিস তাঁর বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য সামাজিক সংহতি দরকার।’ অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য বোঝা হলেও তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে বলেন যে, ‘অধিক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ভারতের তাওসিফ রায়না, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরী, নেপালের ড. প্রমোদ জায়সোয়াল, সিজিএস চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী ও নির্বাহী পরিচালক জিল্লুর রহমানসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫