Ajker Patrika

নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে ডয়চে ভেলে একাডেমির মেন্টরশিপ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২০: ০৪
নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে ডয়চে ভেলে একাডেমির মেন্টরশিপ কর্মসূচি শুরু

সারা দেশ থেকে আসা নারী সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীদের সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ডিডব্লিউ একাডেমির মেন্টরশিপ কর্মসূচির যাত্রা শুরু হলো। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের গণমাধ্যম উন্নয়ন শাখা ডিডব্লিউ একাডেমি বাংলাদেশে এই প্রকল্পটি হাতে নিয়েছে। 

ডিডব্লিউ একাডেমির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার গুলশানের একটি হোটেলে তিন দিনব্যাপী এই আবাসিক কর্মশালায় ৯ জন সাংবাদিক এবং ১০ জন সাংবাদিকতার ছাত্রী অংশ নেন। এর আগে উন্মুক্ত আবেদন ও যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে মোট ২০ জনকে এই মেন্টরশিপের জন্য নির্বাচিত করা হয়।

এ বছর ফ্রি প্রেস আনলিমিটেড-এর অদম্য সাংবাদিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম এই সাংবাদিকদের আগামী তিন মাস দিকনির্দেশনা দেবেন। এই ২০ জন অংশগ্রহণকারী সাংবাদিকতার বিভিন্ন কর্মশালায় অংশ নেবেন এবং সাংবাদিক-শিক্ষার্থী জোড়ায় জোড়ায় ভাগ হয়ে বিশেষ সংবাদ প্রতিবেদন তৈরি করবেন। 

রোজিনা ইসলামের সঙ্গে কর্মশালা পরিচালনা করবেন মাইনুল ইসলাম খান। 

মেন্টরশিপ কর্মসূচিতে অংশ নিয়েছেন সদ্য মা হওয়া নারায়ণগঞ্জের সাংবাদিক আফসানা আক্তার। তিনি বলেন, ‘মা হওয়ার পর আমার জীবন নানাভাবে পালটে যেতে থাকে। তবে আমি আমার কাজ চালিয়ে যেতে চাইছি। এ ক্ষেত্রে আমি আমার পরিবারের সমর্থন পেয়েছি। আমি কর্মশালায় যোগ দিতে চেয়েছিলাম কারণ আমি পিছিয়ে থাকতে চাইনি।’
 
কর্মশালার বিষয়ে ডি ডব্লিউ একাডেমির প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ) প্রিয়া এসেলবর্ন বলেন, ‘ডিডব্লিউ একাডেমি বিশ্বাস করে বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নই পারে সামাজিক উন্নয়ন বয়ে আনতে। এই ২০ জন সংবাদকর্মীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও তাদের নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে গণমাধ্যমে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যাওয়ার জন্য এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’ 

নারীদের জন্য তৈরি বিশেষ এই প্রকল্পের অংশ হিসেবে ডিডব্লিউ একাডেমির সঙ্গে আরও কাজ করছে বাংলাদেশের দুটি সংগঠন, ‘কথা’ ও ‘বহ্নিশিখা’। জার্মানির অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নের এই প্রকল্পে এই দুটি সংগঠন নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জেন্ডার-সংবেদনশীলতার কর্মশালা পরিচালনা ও গণমাধ্যমে নারী বিষয়ক সাংবাদিকতার জন্য একটি রূপরেখা (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরিসহ অন্যান্য কার্যক্রমে অংশ নেবে। 

ডিডব্লিউ একাডেমি ২০১৪ সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতার শিক্ষা ও চর্চা উন্নত করার লক্ষ্যে এবং মুক্ত গণমাধ্যমকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত