বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাসংক্রান্ত একটি পরিপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে কয়েকটি অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে যাত্রী, কর্মরত সদস্য এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
নিরাপত্তাব্যবস্থার আওতায় এখন থেকে ভিআইপি ও ভিভিআইপিদের ব্যাগেজ স্ক্যানিং প্রক্রিয়ায় অতিরিক্ত মনোযোগ দেওয়া হচ্ছে। স্ক্যানিং প্রক্রিয়ায় কোনো ব্যতিক্রম লক্ষ করা গেলে, তাৎক্ষণিকভাবে ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ (হাই রিস্ক) ব্যাগেজ শনাক্ত হলে তা পুনরায় হাতে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, নিরাপত্তা তদারকির অংশ হিসেবে বিমানবন্দরে নিয়োজিত এভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষভাবে সতর্ক থেকে নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগ্নেয়াস্ত্র বহনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে আগেভাগেই পূর্বানুমতির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বহনের তথ্য যাচাই ও রেকর্ড সংরক্ষণের প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা ভঙ্গ করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে আমরা নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ইউনিট সর্বদা সতর্ক রয়েছে।’
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাসংক্রান্ত একটি পরিপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে কয়েকটি অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে যাত্রী, কর্মরত সদস্য এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
নিরাপত্তাব্যবস্থার আওতায় এখন থেকে ভিআইপি ও ভিভিআইপিদের ব্যাগেজ স্ক্যানিং প্রক্রিয়ায় অতিরিক্ত মনোযোগ দেওয়া হচ্ছে। স্ক্যানিং প্রক্রিয়ায় কোনো ব্যতিক্রম লক্ষ করা গেলে, তাৎক্ষণিকভাবে ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ (হাই রিস্ক) ব্যাগেজ শনাক্ত হলে তা পুনরায় হাতে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, নিরাপত্তা তদারকির অংশ হিসেবে বিমানবন্দরে নিয়োজিত এভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষভাবে সতর্ক থেকে নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগ্নেয়াস্ত্র বহনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে আগেভাগেই পূর্বানুমতির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বহনের তথ্য যাচাই ও রেকর্ড সংরক্ষণের প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা ভঙ্গ করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে আমরা নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ইউনিট সর্বদা সতর্ক রয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে