নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে ইজারা দেওয়া হোটেলটি বন্ধ করা না গেলে পার্কটি এক সময় দখল হয়ে যাবে এবং পার্কটি আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ বুধবার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে পার্ক প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, ‘এই পার্কের সামাজিক, পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই পার্কের যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেটি বোঝার জন্য ব্যারিস্টার হওয়ার প্রয়োজন নেই। কিন্তু মেয়র শেখ ফজলে নূর তাপস একজন ব্যারিস্টার হয়েও এই পার্কের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারছেন না। খোলা জায়গা বা উন্মুক্ত দেখলেই সেটি দখল করার জন্য কিছু মানুষ মরিয়া হয়ে ওঠে। সরকারের কিছু লোকজন সব সময় এর সঙ্গে জড়িত থাকে। তারাও এর বিনিময়ে কিছু অর্থনৈতিক সুবিধা নেয়। এই পার্কের ক্ষেত্রেও হয়েছে তাই। এটি ইজারা দিয়ে কীভাবে ভেতরে বাইরে ইনকাম করা যাবে সেই হিসাব নিকাশ হয়েছে। এই পার্কের পুরোটাই দখলের পাঁয়তারা চলছে। পার্কের ভেতর হোটেল নির্মাণ এর শুরু মাত্র। তাই পার্কের হোটেলটি বন্ধ করা না গেলে এই পার্কটি এক সময় আর থাকবে না। পার্কটি ইজারা দিয়ে সিটি করপোরেশন অপরাধ করেছে। তাই হোটেলটি বন্ধ ও পার্কের ভেতরের পাবলিক টয়লেটটি অন্যত্র সরিয়ে নেবার জন্য মেয়রের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সদস্যসচিব আসাদুজ্জামান খান বলেন, ‘এই পার্কটি আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। প্রয়োজনে এই পার্কের জন্য আমরা রক্ত দেব। তবুও পার্ক রক্ষার আন্দোলন থেকে পিছপা হব না। এই যে মাইক ভাড়া করে এনে মেয়রের বিপক্ষে আমাদের বক্তব্য দিতে হচ্ছে, আমারতো এটা চাইনি। মেয়রের সঙ্গেতো আমাদের কোনো শত্রুতা নেই। তিনিতো আমাদের দাবি মেনে নিয়ে পার্কটি রক্ষায় উদ্যোগ নিতে পারেন। এই পার্ক শুধু একটি পার্ক নয় এর সঙ্গে জড়িয়ে আছে সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। সুতরাং এই পার্কটি রক্ষা করার অর্থ হলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করা।’
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ড. হারুন-অর রশিদ বলেন, ‘বর্তমান সরকার হলো ব্যবসায়ী বান্ধব। সবকিছুতেই তাঁদের ব্যবসায়িক চিন্তা। এই যে বুড়িগঙ্গা নদীর পাড়ের বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। অথচ কর্তৃপক্ষ এ ক্ষেত্রে নির্বিকার। কখনো কখনো সরকারি দলের প্রভাবশালীরাই এসব দখল করছে। বাণিজ্যিক চিন্তা থেকেই পার্কে হোটেল করা হলো। এটা বন্ধ করা না গেলে আগামী ৫ বছর পর কিন্তু এই পার্কটি আর থাকবে না।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ড. মো. আব্দুল মান্নান, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস ঘোষ বাবুরাম, সাধারণ সম্পাদক হানিফ খান, যুব কনভেনশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাসুক শাহী, জনরাষ্ট্র আন্দোলনের সদস্যসচিব কামাল হোসেন বাদল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর, বিশিষ্ট গবেষক মাহতাব উদ্দিন আহমেদসহ অন্যরা।
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে ইজারা দেওয়া হোটেলটি বন্ধ করা না গেলে পার্কটি এক সময় দখল হয়ে যাবে এবং পার্কটি আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ বুধবার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে পার্ক প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, ‘এই পার্কের সামাজিক, পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই পার্কের যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেটি বোঝার জন্য ব্যারিস্টার হওয়ার প্রয়োজন নেই। কিন্তু মেয়র শেখ ফজলে নূর তাপস একজন ব্যারিস্টার হয়েও এই পার্কের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারছেন না। খোলা জায়গা বা উন্মুক্ত দেখলেই সেটি দখল করার জন্য কিছু মানুষ মরিয়া হয়ে ওঠে। সরকারের কিছু লোকজন সব সময় এর সঙ্গে জড়িত থাকে। তারাও এর বিনিময়ে কিছু অর্থনৈতিক সুবিধা নেয়। এই পার্কের ক্ষেত্রেও হয়েছে তাই। এটি ইজারা দিয়ে কীভাবে ভেতরে বাইরে ইনকাম করা যাবে সেই হিসাব নিকাশ হয়েছে। এই পার্কের পুরোটাই দখলের পাঁয়তারা চলছে। পার্কের ভেতর হোটেল নির্মাণ এর শুরু মাত্র। তাই পার্কের হোটেলটি বন্ধ করা না গেলে এই পার্কটি এক সময় আর থাকবে না। পার্কটি ইজারা দিয়ে সিটি করপোরেশন অপরাধ করেছে। তাই হোটেলটি বন্ধ ও পার্কের ভেতরের পাবলিক টয়লেটটি অন্যত্র সরিয়ে নেবার জন্য মেয়রের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সদস্যসচিব আসাদুজ্জামান খান বলেন, ‘এই পার্কটি আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। প্রয়োজনে এই পার্কের জন্য আমরা রক্ত দেব। তবুও পার্ক রক্ষার আন্দোলন থেকে পিছপা হব না। এই যে মাইক ভাড়া করে এনে মেয়রের বিপক্ষে আমাদের বক্তব্য দিতে হচ্ছে, আমারতো এটা চাইনি। মেয়রের সঙ্গেতো আমাদের কোনো শত্রুতা নেই। তিনিতো আমাদের দাবি মেনে নিয়ে পার্কটি রক্ষায় উদ্যোগ নিতে পারেন। এই পার্ক শুধু একটি পার্ক নয় এর সঙ্গে জড়িয়ে আছে সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। সুতরাং এই পার্কটি রক্ষা করার অর্থ হলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করা।’
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ড. হারুন-অর রশিদ বলেন, ‘বর্তমান সরকার হলো ব্যবসায়ী বান্ধব। সবকিছুতেই তাঁদের ব্যবসায়িক চিন্তা। এই যে বুড়িগঙ্গা নদীর পাড়ের বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। অথচ কর্তৃপক্ষ এ ক্ষেত্রে নির্বিকার। কখনো কখনো সরকারি দলের প্রভাবশালীরাই এসব দখল করছে। বাণিজ্যিক চিন্তা থেকেই পার্কে হোটেল করা হলো। এটা বন্ধ করা না গেলে আগামী ৫ বছর পর কিন্তু এই পার্কটি আর থাকবে না।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ড. মো. আব্দুল মান্নান, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস ঘোষ বাবুরাম, সাধারণ সম্পাদক হানিফ খান, যুব কনভেনশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাসুক শাহী, জনরাষ্ট্র আন্দোলনের সদস্যসচিব কামাল হোসেন বাদল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর, বিশিষ্ট গবেষক মাহতাব উদ্দিন আহমেদসহ অন্যরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে