Ajker Patrika

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী রেল চলাচল

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী রেল চলাচল

করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সোমবার থেকে কার্যকর হতে পারে সাত দিনের লকডাউন। লকডাউনের এ সময় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে মালবাহী ট্রেন চলাচল করবে।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি জানান, লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত