নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এই আবেদন করেন সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুবুল হাসান।
বিচারক মো. নজরুল ইসলাম এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি নথিতে সংরক্ষণের নির্দেশ দেন। পরীমণি অন্তঃসত্ত্বা থাকায় তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফ করা হয়েছিল। বর্তমানে তিনি সন্তানের মা হওয়ায় এবং সুস্থ থাকায় রাষ্ট্রপক্ষ ব্যক্তিগত হাজিরা মওকুফের আদেশ প্রত্যাহারপূর্বক সশরীরে হাজিরার নির্দেশ চেয়ে আবেদন করে।
অন্যদিকে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ মামলার বাদী র্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানের সাক্ষ্য নেওয়া হয়। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আজকের পত্রিকাকে জানান, এই সাক্ষীকে পরীমণির পক্ষে পুনরায় জেরা করার আবেদন জানানোর পর আজ আদালতে হাজির হলে পরীমণির পক্ষে জেরা সম্পন্ন হয়।
পরে অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন আদালত। মো. মজিবুর রহমান গত ১ মার্চ আদালতে সাক্ষ্য দেওয়ার পর মামলার বিচার শুরু হয়।
মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরীমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।
গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এই আবেদন করেন সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুবুল হাসান।
বিচারক মো. নজরুল ইসলাম এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি নথিতে সংরক্ষণের নির্দেশ দেন। পরীমণি অন্তঃসত্ত্বা থাকায় তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফ করা হয়েছিল। বর্তমানে তিনি সন্তানের মা হওয়ায় এবং সুস্থ থাকায় রাষ্ট্রপক্ষ ব্যক্তিগত হাজিরা মওকুফের আদেশ প্রত্যাহারপূর্বক সশরীরে হাজিরার নির্দেশ চেয়ে আবেদন করে।
অন্যদিকে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ মামলার বাদী র্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানের সাক্ষ্য নেওয়া হয়। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আজকের পত্রিকাকে জানান, এই সাক্ষীকে পরীমণির পক্ষে পুনরায় জেরা করার আবেদন জানানোর পর আজ আদালতে হাজির হলে পরীমণির পক্ষে জেরা সম্পন্ন হয়।
পরে অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন আদালত। মো. মজিবুর রহমান গত ১ মার্চ আদালতে সাক্ষ্য দেওয়ার পর মামলার বিচার শুরু হয়।
মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরীমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।
গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫