Ajker Patrika

ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুল হাসান

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব কামরুলকে সচিব পদে পদোন্নতির পর ওই পদে নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন আগামী ৩০ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা কামরুল হাসান এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য, মৌলভীবাজারের জেলা প্রশাসক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন তিনি।  

আলাদা প্রজ্ঞাপনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিনকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত