Ajker Patrika

রোববার থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০: ৫৫
রোববার থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা

দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রায় প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, মারাও যাচ্ছে অনেকে। এমতাবস্থায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে কয়েক গুণ।

পরিস্থিতি সামাল দিতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আজ রোববার থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

আহমেদুল কবীর বলেন, ‘ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা শুরু হচ্ছে। ইতিমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে, যেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার সরেজমিনে যাব।’ 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্য সরকারি হাসপাতালে শয্যার সংকট দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার পরই ভর্তি হয়েছে চার জন রোগী। ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি এবং নারীদের ২২টি। এ ছাড়া থাকছে ১৭টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। চাহিদা অনুযায়ী আরও বাড়ানো হবে। চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এদিন সরকারি আওতাভুক্ত হাসপাতালগুলোতে ৯২২ জন রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে এ বছর ডেঙ্গু রোগী ৩০ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।

নতুন করে মারা গেছে আরও দুজন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যুর খবর দিল সরকার। 

ডেঙ্গু নিয়ন্ত্রণে এ বছর দুটি জরিপ চালানো হয়েছে। পাশাপাশি চলছে অভিযানও। সর্বশেষ গত ১৮ অক্টোবর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের এডিস মশার অধিক প্রকোপ এলাকাগুলোতে আরেক দফা অভিযান শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত