নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লকডাউনের অষ্টম দিন শুক্রবারে রাস্তায় কমেছে যানবাহন ও মানুষের সংখ্যা। বিভিন্ন স্থানে অলস সময় কাটাচ্ছেন ট্রাফিক পুলিশ ও চেকপোস্টগুলোতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা। মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও এলাকার গলিগুলোতে ভিড় দেখা গেছে। নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই।
অনেকের মুখেই নেই মাস্ক। বেশ কয়েকটি এলাকার মসজিদগুলোতেও একই অবস্থা। নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে নেই সামাজিক দূরত্ব। তবে মসজিদে অধিকাংশই মাস্ক পড়ে আদায় করেছে জুম্মার নামাজ।
মালিবাগ রেলগেটে একজন ট্রাফিক পুলিশ জানান, ছুটির দিন হওয়ায় আজ তেমন যানবাহনের চাপ নেই। বাইরে মানুষ কম থাকায় রিকশার চাপও অনেকটাই কম। তবে বিকেলে চাপ বাড়তে পারে। ছুটির দিনে সকালে না বের হলেও বিকেলে অনেকেই নানান কারণে বের হবেন।
হাজীপাড়ায় জুমার নামাজ পড়তে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোলাইমান হক বলেন, ‘বাসা থেকে তো সবাই ইদানীং একটু কম বের হয়। শুক্রবার বন্ধুবান্ধব সবাই একসঙ্গে নামাজে আসে। সবার কাহিনিই অনেকটা এমন। তাই এখানে সামাজিক দূরত্ব মানার তেমন সুযোগ নাই। তাও যতটুকু সম্ভব দূরত্ব রাখার চেষ্টা সবাই করে।’
অতিরিক্ত কিছু আয়ের উদ্দেশ্যে সকাল থেকেই রিকশা নিয়ে বের হয়েছেন জীবন আলী শেখ। কিন্তু যাত্রীর অভাবে অলস বসে আছেন রাজারবাগ মোড়ে। তিনি বলেন, ‘ভাবছিলাম আইজকা কিছু বেশি ট্যাকা নিয়া ঘরে যামু। সকাল থিকা রিকশা টানতাছি মাগার রাস্তাত লোক নাই। যা আছে খালি হাঁটে, রিকশাত ওঠে না।’
নামাজ শেষে এলাকার গলিগুলোতে বিভিন্ন বয়সীদের আড্ডারত অবস্থায় দেখা গেছে। তাঁদের মধ্যেও নেই কোন সামাজিক দূরত্ব, মাস্ক। অনেকেই চায়ের দোকানে আড্ডায় মেতেছেন। বাসাবোর বাসিন্দা সোহরাব কাইয়ুম বলেন, ‘করোনা বাড়ছে, অবস্থা খারাপ হচ্ছে জানি কিন্তু এর মধ্যেই তো বেঁচে থাকতে হবে। থেমে তো থাকা যায় না। একটু সুস্থ স্বাভাবিক থাকার জন্য হলেও একটু আড্ডা-গল্পের দরকার আছে।’
ছুটির দিনে সকালে রাজধানীর মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও রাজধানীতে প্রবেশপথগুলোতে আজ সকালে মানুষের ভিড় দেখা গেছে। গাবতলী, সাইনবোর্ড এলাকা দিয়ে ঢাকার বাইরে থেকে পায়ে হেঁটে আসছে মানুষ। চাঁদপুর থেকে আসা মুনিরুল ইসলাম বলেন, ‘লকডাউন শেষ না হওয়া পর্যন্ত অফিস বন্ধ থাকবে বলেছিল। কিন্তু এখন খুলে গেছে। তাই বাধ্য হয়ে আসতেই হল। প্রতিষ্ঠানের সবাইকে বলে দেওয়া হইছে, ঢাকায় না আসলে চাকরি থাকবে না।’
লকডাউনের অষ্টম দিন শুক্রবারে রাস্তায় কমেছে যানবাহন ও মানুষের সংখ্যা। বিভিন্ন স্থানে অলস সময় কাটাচ্ছেন ট্রাফিক পুলিশ ও চেকপোস্টগুলোতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা। মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও এলাকার গলিগুলোতে ভিড় দেখা গেছে। নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই।
অনেকের মুখেই নেই মাস্ক। বেশ কয়েকটি এলাকার মসজিদগুলোতেও একই অবস্থা। নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে নেই সামাজিক দূরত্ব। তবে মসজিদে অধিকাংশই মাস্ক পড়ে আদায় করেছে জুম্মার নামাজ।
মালিবাগ রেলগেটে একজন ট্রাফিক পুলিশ জানান, ছুটির দিন হওয়ায় আজ তেমন যানবাহনের চাপ নেই। বাইরে মানুষ কম থাকায় রিকশার চাপও অনেকটাই কম। তবে বিকেলে চাপ বাড়তে পারে। ছুটির দিনে সকালে না বের হলেও বিকেলে অনেকেই নানান কারণে বের হবেন।
হাজীপাড়ায় জুমার নামাজ পড়তে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোলাইমান হক বলেন, ‘বাসা থেকে তো সবাই ইদানীং একটু কম বের হয়। শুক্রবার বন্ধুবান্ধব সবাই একসঙ্গে নামাজে আসে। সবার কাহিনিই অনেকটা এমন। তাই এখানে সামাজিক দূরত্ব মানার তেমন সুযোগ নাই। তাও যতটুকু সম্ভব দূরত্ব রাখার চেষ্টা সবাই করে।’
অতিরিক্ত কিছু আয়ের উদ্দেশ্যে সকাল থেকেই রিকশা নিয়ে বের হয়েছেন জীবন আলী শেখ। কিন্তু যাত্রীর অভাবে অলস বসে আছেন রাজারবাগ মোড়ে। তিনি বলেন, ‘ভাবছিলাম আইজকা কিছু বেশি ট্যাকা নিয়া ঘরে যামু। সকাল থিকা রিকশা টানতাছি মাগার রাস্তাত লোক নাই। যা আছে খালি হাঁটে, রিকশাত ওঠে না।’
নামাজ শেষে এলাকার গলিগুলোতে বিভিন্ন বয়সীদের আড্ডারত অবস্থায় দেখা গেছে। তাঁদের মধ্যেও নেই কোন সামাজিক দূরত্ব, মাস্ক। অনেকেই চায়ের দোকানে আড্ডায় মেতেছেন। বাসাবোর বাসিন্দা সোহরাব কাইয়ুম বলেন, ‘করোনা বাড়ছে, অবস্থা খারাপ হচ্ছে জানি কিন্তু এর মধ্যেই তো বেঁচে থাকতে হবে। থেমে তো থাকা যায় না। একটু সুস্থ স্বাভাবিক থাকার জন্য হলেও একটু আড্ডা-গল্পের দরকার আছে।’
ছুটির দিনে সকালে রাজধানীর মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও রাজধানীতে প্রবেশপথগুলোতে আজ সকালে মানুষের ভিড় দেখা গেছে। গাবতলী, সাইনবোর্ড এলাকা দিয়ে ঢাকার বাইরে থেকে পায়ে হেঁটে আসছে মানুষ। চাঁদপুর থেকে আসা মুনিরুল ইসলাম বলেন, ‘লকডাউন শেষ না হওয়া পর্যন্ত অফিস বন্ধ থাকবে বলেছিল। কিন্তু এখন খুলে গেছে। তাই বাধ্য হয়ে আসতেই হল। প্রতিষ্ঠানের সবাইকে বলে দেওয়া হইছে, ঢাকায় না আসলে চাকরি থাকবে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫