নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পল্লবীর ব্যবসায়ী সাহিনুদ্দিন হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তবে এ মামলায় সরাসরি আরও দুই আসামির জড়িত থাকার প্রমাণ মিললেও তাঁরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ শুক্রবার রাতে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, এম এ আউয়াল সরাসরি হত্যার সঙ্গে জড়িত না থাকলেও তিনি সহায়তা করেছেন। হত্যায় অংশ নেওয়াদের উদ্বুদ্ধ করেছেন। তিনি হত্যার পরিকল্পনাকারী।
অভিযোগপত্রে ১৬ জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন এম এ আওয়াল, মোহাম্মদ তাহের, সুমন ব্যাপারী, মুরাদ, টিটু শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া এমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নূর মোহাম্মদ হাসান মোতাইত, ইকবাল হোসেন ওরফে ইকবাল নূর, শরীফ, তরিকুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুনূর রশীদ ওয়াকে হারুন ও প্রতীক আহমেদ সজীব। তাঁদের মধ্যে সজীব পলাতক রয়েছেন।
তবে এজাহারনামীয় আসামি দিপু, কালু ওরফে বাবু ওরফে কালা বাবু, জাহিরুল ইসলাম বাবু, মন্জুরুল হাসান বাবু, কামরুজ্জামান, মরন আলী, লিটন, গোলাম রাজ্জাক, শরিফুল ইসলাম, আবুল ও শফিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া দুই আসামি মানিক মিয়া র্যাবের হাতে ও মনির ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
২০২১ সালের ১৪ মে মিরপুরের সিরামিক রোডে নিজ বাড়ির সামনে খুন হন সাহিনুদ্দিন। তাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের মা আকলিমা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। সেই মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল। তাঁকে গ্রেপ্তারের পর র্যাব ও ডিবি জানিয়েছিল, এই হত্যা মামলার অন্যতম মাস্টারমাইন্ড এমপি আউয়াল। তাঁর নির্দেশেই ৩০ লাখ টাকার চুক্তিতে ওই যুবককে হত্যা করা হয়েছিল। পরে এই মামলার ১৭ আসামিকে গ্রেপ্তার করে ডিবি ও র্যাব। তারা এত দিন কারাগারে থাকলেও আউয়ালসহ ১৭ জন জামিনে মুক্তি পান।
হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জমি নিয়ে দ্বন্দ্ব। এরই জের ধরে এম এ আউয়াল ভাড়াটিয়া কিলার গ্রুপ দিয়ে সাহিনুদ্দিনকে খুনের পরিকল্পনা করেন। মামলাটি প্রথমে ডিবি তদন্ত করে গত বছরের ১৫ ফেব্রুয়ারি ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে বাদী আকলিমা বেগম ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। এরপর পিবিআই তদন্ত করে।
তবে পিবিআইয়ের অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম। তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করে কিছু আসামি বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। তাতে আমি নারাজি দেই। এরপর পিবিআইকে তদন্ত করার জন্য আবেদন করছিলাম। তারা মামলাটি তদন্ত করছে। তারাও অনেককে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আমাকে কিছু জানায়নি।’
আরও পড়ুন
পল্লবীর ব্যবসায়ী সাহিনুদ্দিন হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তবে এ মামলায় সরাসরি আরও দুই আসামির জড়িত থাকার প্রমাণ মিললেও তাঁরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ শুক্রবার রাতে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, এম এ আউয়াল সরাসরি হত্যার সঙ্গে জড়িত না থাকলেও তিনি সহায়তা করেছেন। হত্যায় অংশ নেওয়াদের উদ্বুদ্ধ করেছেন। তিনি হত্যার পরিকল্পনাকারী।
অভিযোগপত্রে ১৬ জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন এম এ আওয়াল, মোহাম্মদ তাহের, সুমন ব্যাপারী, মুরাদ, টিটু শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া এমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নূর মোহাম্মদ হাসান মোতাইত, ইকবাল হোসেন ওরফে ইকবাল নূর, শরীফ, তরিকুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুনূর রশীদ ওয়াকে হারুন ও প্রতীক আহমেদ সজীব। তাঁদের মধ্যে সজীব পলাতক রয়েছেন।
তবে এজাহারনামীয় আসামি দিপু, কালু ওরফে বাবু ওরফে কালা বাবু, জাহিরুল ইসলাম বাবু, মন্জুরুল হাসান বাবু, কামরুজ্জামান, মরন আলী, লিটন, গোলাম রাজ্জাক, শরিফুল ইসলাম, আবুল ও শফিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া দুই আসামি মানিক মিয়া র্যাবের হাতে ও মনির ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
২০২১ সালের ১৪ মে মিরপুরের সিরামিক রোডে নিজ বাড়ির সামনে খুন হন সাহিনুদ্দিন। তাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের মা আকলিমা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। সেই মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল। তাঁকে গ্রেপ্তারের পর র্যাব ও ডিবি জানিয়েছিল, এই হত্যা মামলার অন্যতম মাস্টারমাইন্ড এমপি আউয়াল। তাঁর নির্দেশেই ৩০ লাখ টাকার চুক্তিতে ওই যুবককে হত্যা করা হয়েছিল। পরে এই মামলার ১৭ আসামিকে গ্রেপ্তার করে ডিবি ও র্যাব। তারা এত দিন কারাগারে থাকলেও আউয়ালসহ ১৭ জন জামিনে মুক্তি পান।
হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জমি নিয়ে দ্বন্দ্ব। এরই জের ধরে এম এ আউয়াল ভাড়াটিয়া কিলার গ্রুপ দিয়ে সাহিনুদ্দিনকে খুনের পরিকল্পনা করেন। মামলাটি প্রথমে ডিবি তদন্ত করে গত বছরের ১৫ ফেব্রুয়ারি ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে বাদী আকলিমা বেগম ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। এরপর পিবিআই তদন্ত করে।
তবে পিবিআইয়ের অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম। তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করে কিছু আসামি বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। তাতে আমি নারাজি দেই। এরপর পিবিআইকে তদন্ত করার জন্য আবেদন করছিলাম। তারা মামলাটি তদন্ত করছে। তারাও অনেককে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আমাকে কিছু জানায়নি।’
আরও পড়ুন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে