নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিধিনিষেধ উঠে যাওয়ায় চলাচল শুরু করেছে যাত্রীবাহী ট্রেন। দীর্ঘদিন বাদে খুলেছে স্টেশন। যাত্রীর পদচারণায় মুখরিত প্ল্যাটফর্ম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকার বাইরে থেকে আসা সবগুলো ট্রেনে যাত্রীর চাপ ছিল। তবে ঢাকার বাইরে থেকে আসা লোকাল ট্রেনে যাত্রী সংখ্যাই বেশি ছিল। লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী আসছে।
বুধবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাচ্ছে। কমলাপুর রেলস্টেশন থেকে আজ সারা দেশে ২১ জোড়া আন্তনগর এবং ১২ জোড়া লোকাল, কমিউটার মেইল ট্রেন ছেড়ে যাবে।
কমলাপুর রেলস্টেশন সরেজমিন ঘুরে দেখা যায়, আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় ছিল না। তবে লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। এ ছাড়া ঢাকার বাইরে থেকে যেসব ট্রেন কমলাপুরে প্রবেশ করছে, সেসব ট্রেনে যাত্রী ঠাসা ছিল। যাত্রীরা অভিযোগ করেছে লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে।
আখাউড়া থেকে তিতাস কমিউটার ট্রেনে কমলাপুর আসা সাইফুল ইসলাম নামের এক যাত্রী আজকের পত্রিকার কাছে অভিযোগ করে বলেন, 'লোকাল ট্রেনে আগের ভাড়া নেওয়া হচ্ছে। তবে যাত্রী নেওয়া হচ্ছে সিটের চেয়ে অধিক বেশি। তিতাস কমিউটার ট্রেনের মধ্যে যাত্রীর চাপে দাঁড়ানোর কোন জায়গা নেই। আর স্বাস্থ্যবিধির কথা কি বলব। এত যাত্রী নিলে স্বাস্থ্যবৃদ্ধি কীভাবে মানবে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পুরা ট্রেনে দাঁড়ানো যাত্রীই বেশি ছিল।
অধিক যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চট্টলা কমিউটার ট্রেনের এটেনডেন্ট মো. মিহির আজকের পত্রিকাকে বলেন, 'লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় এটাতো সবাই জানে। কমলাপুর স্টেশন পার হওয়ার পরে বিমানবন্দর, গাজীপুর, ভৈরব, নরসিংদী প্রতিটা স্টেশনে যাত্রীদের চাপ থাকে। সরকার তো বলেছে আগের মতোই চলতে পারবে। তার জন্য আমরা সব ছিটে যাত্রী নিচ্ছি। যাত্রীর চাপ থাকায় দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে'।
এদিক কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব একটা তৎপরতা দেখা যায়নি কর্তৃপক্ষের। স্টেশনে প্রবেশের সামনে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া থাকলেও সেটি কেউ ব্যবহার করছেন না। মুখে ম্যাক্স ছাড়া ঘোরাফেরা করছেন যাত্রীরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করছে। আজ এবং কালকের টিকিটের চাহিদা বেশি ছিল। আন্তনগর ও লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে না। কোন ট্রেনে যদি দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।'
এদিকে সারা দেশে আজ ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল করছে বলে বাংলাদেশ রেলওয়ে আগেই জানিয়েছিল।
বিধিনিষেধ উঠে যাওয়ায় চলাচল শুরু করেছে যাত্রীবাহী ট্রেন। দীর্ঘদিন বাদে খুলেছে স্টেশন। যাত্রীর পদচারণায় মুখরিত প্ল্যাটফর্ম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকার বাইরে থেকে আসা সবগুলো ট্রেনে যাত্রীর চাপ ছিল। তবে ঢাকার বাইরে থেকে আসা লোকাল ট্রেনে যাত্রী সংখ্যাই বেশি ছিল। লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী আসছে।
বুধবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাচ্ছে। কমলাপুর রেলস্টেশন থেকে আজ সারা দেশে ২১ জোড়া আন্তনগর এবং ১২ জোড়া লোকাল, কমিউটার মেইল ট্রেন ছেড়ে যাবে।
কমলাপুর রেলস্টেশন সরেজমিন ঘুরে দেখা যায়, আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় ছিল না। তবে লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। এ ছাড়া ঢাকার বাইরে থেকে যেসব ট্রেন কমলাপুরে প্রবেশ করছে, সেসব ট্রেনে যাত্রী ঠাসা ছিল। যাত্রীরা অভিযোগ করেছে লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে।
আখাউড়া থেকে তিতাস কমিউটার ট্রেনে কমলাপুর আসা সাইফুল ইসলাম নামের এক যাত্রী আজকের পত্রিকার কাছে অভিযোগ করে বলেন, 'লোকাল ট্রেনে আগের ভাড়া নেওয়া হচ্ছে। তবে যাত্রী নেওয়া হচ্ছে সিটের চেয়ে অধিক বেশি। তিতাস কমিউটার ট্রেনের মধ্যে যাত্রীর চাপে দাঁড়ানোর কোন জায়গা নেই। আর স্বাস্থ্যবিধির কথা কি বলব। এত যাত্রী নিলে স্বাস্থ্যবৃদ্ধি কীভাবে মানবে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পুরা ট্রেনে দাঁড়ানো যাত্রীই বেশি ছিল।
অধিক যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চট্টলা কমিউটার ট্রেনের এটেনডেন্ট মো. মিহির আজকের পত্রিকাকে বলেন, 'লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় এটাতো সবাই জানে। কমলাপুর স্টেশন পার হওয়ার পরে বিমানবন্দর, গাজীপুর, ভৈরব, নরসিংদী প্রতিটা স্টেশনে যাত্রীদের চাপ থাকে। সরকার তো বলেছে আগের মতোই চলতে পারবে। তার জন্য আমরা সব ছিটে যাত্রী নিচ্ছি। যাত্রীর চাপ থাকায় দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে'।
এদিক কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব একটা তৎপরতা দেখা যায়নি কর্তৃপক্ষের। স্টেশনে প্রবেশের সামনে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া থাকলেও সেটি কেউ ব্যবহার করছেন না। মুখে ম্যাক্স ছাড়া ঘোরাফেরা করছেন যাত্রীরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করছে। আজ এবং কালকের টিকিটের চাহিদা বেশি ছিল। আন্তনগর ও লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে না। কোন ট্রেনে যদি দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।'
এদিকে সারা দেশে আজ ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল করছে বলে বাংলাদেশ রেলওয়ে আগেই জানিয়েছিল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫