নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রাহ্মণবাড়িয়া বার বাংলাদেশের লিগ্যাল ইতিহাসে কালো দাগ সৃষ্টি করেছে, সব আইনজীবীকে কলঙ্কিত করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বার কাউন্সিল কিছু না করলে আমরা এখান থেকেই করব। ব্রাহ্মণবাড়িয়ার আদালতকক্ষে বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তিন আইনজীবী হাজির হলে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এসব মন্তব্য করেন।
শুরুতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টির শান্তিপূর্ণ অগ্রগতি হচ্ছে। আজ থেকে সব কোর্ট চলছে। সবকিছুরই সমাধান হবে। আমাদের এক মাস সময় দিন।’
তখন হাইকোর্ট বলেন, ‘কিছুই হয়নি। দিন যাচ্ছে আর সময় নষ্ট করছেন। এটার পরিণতি ভোগ করতে হবে। আপনারা জবাব দিলে দিন, না দিলে আমরা আমাদের মতো এগোব। একটা কোর্টকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে অচল করে রেখেছেন। সবকিছু আমরা দেখছি।’
হাইকোর্ট বলেন, ‘আইনজীবী সমিতির প্রেসিডেন্ট হোন আর সদস্য হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রতিদিন আমরা খবরের কাগজে চোখ রাখি। আপনারা কোর্ট বর্জন করছেন, করেন; কিন্তু বিচারপ্রার্থীরা কোর্টে গেলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা এক্সপার্টি (একতরফা) গেলে আমরাও এক্সট্রিমে যাব। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’
তিন আইনজীবীর পক্ষে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলাল ও বার কাউন্সিলের সদস্য সাঈদ আহমেদ রাজা।
গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বারের সভাপতিসহ তিন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে চিঠি পাঠান বিচারক মোহাম্মদ ফারুক। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করলে তিনি এই বেঞ্চে পাঠান। হাইকোর্ট ওই ঘটনায় তিন আইনজীবীকে ৫ জানুয়ারি তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন। পরে ১৭ জানুয়ারি হাজির হয়ে তাঁরা সময় চাইলে আদালত ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া বার বাংলাদেশের লিগ্যাল ইতিহাসে কালো দাগ সৃষ্টি করেছে, সব আইনজীবীকে কলঙ্কিত করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বার কাউন্সিল কিছু না করলে আমরা এখান থেকেই করব। ব্রাহ্মণবাড়িয়ার আদালতকক্ষে বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তিন আইনজীবী হাজির হলে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এসব মন্তব্য করেন।
শুরুতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টির শান্তিপূর্ণ অগ্রগতি হচ্ছে। আজ থেকে সব কোর্ট চলছে। সবকিছুরই সমাধান হবে। আমাদের এক মাস সময় দিন।’
তখন হাইকোর্ট বলেন, ‘কিছুই হয়নি। দিন যাচ্ছে আর সময় নষ্ট করছেন। এটার পরিণতি ভোগ করতে হবে। আপনারা জবাব দিলে দিন, না দিলে আমরা আমাদের মতো এগোব। একটা কোর্টকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে অচল করে রেখেছেন। সবকিছু আমরা দেখছি।’
হাইকোর্ট বলেন, ‘আইনজীবী সমিতির প্রেসিডেন্ট হোন আর সদস্য হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রতিদিন আমরা খবরের কাগজে চোখ রাখি। আপনারা কোর্ট বর্জন করছেন, করেন; কিন্তু বিচারপ্রার্থীরা কোর্টে গেলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা এক্সপার্টি (একতরফা) গেলে আমরাও এক্সট্রিমে যাব। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’
তিন আইনজীবীর পক্ষে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলাল ও বার কাউন্সিলের সদস্য সাঈদ আহমেদ রাজা।
গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বারের সভাপতিসহ তিন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে চিঠি পাঠান বিচারক মোহাম্মদ ফারুক। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করলে তিনি এই বেঞ্চে পাঠান। হাইকোর্ট ওই ঘটনায় তিন আইনজীবীকে ৫ জানুয়ারি তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন। পরে ১৭ জানুয়ারি হাজির হয়ে তাঁরা সময় চাইলে আদালত ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫