জুলাই আন্দোলন
অর্চি হক, ঢাকা
রাজধানীর বাড্ডার আওলাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের ছাত্র রিফাত হাওলাদার। ভালো ফুটবলার হিসেবে পাড়ায় নাম ছিল তার। কিন্তু গত এক বছরে ফুটবলে পা ছোঁয়ানো হয়নি রিফাতের। তার ডান পা কেটে ফেলা হয়েছে হাঁটুর ওপর থেকে।
জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পায়ে গুলিবিদ্ধ হয় রিফাত। উপায়ান্তর না পেয়ে চিকিৎসকেরা শেষ পর্যন্ত তার পা কেটে ফেলার সিদ্ধান্তই নেন। সেখানে এখন সংযোজন করা হয়েছে কৃত্রিম পা। ফুটবলার হতে চাওয়া ছেলেটি এখন জীবনসংগ্রামে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এই কৃত্রিম পা সঙ্গী করে।
গত বছর দশম শ্রেণির ছাত্র ছিল রিফাত হাওলাদার। চলছিল এসএসসি পরীক্ষার জোর প্রস্তুতি। দক্ষিণ বাড্ডার একটি কোচিং সেন্টারে পড়ত সে। গত বছর ১৫ জুলাই কোটা আন্দোলন যখন দানা বাঁধছে, তখন সেই কোচিং সেন্টারের একজন শিক্ষকের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দেয় এই কিশোর।
এক বছর আগের দুঃসহ সেই দিনের স্মৃতিচারণা করে আজকের পত্রিকাকে রিফাত জানায়, পরিস্থিতি তখন দিনকে দিন খারাপ হচ্ছিল। ১৯ জুলাই সকালে এক বন্ধু বাসা থেকে ডেকে নেয়। ইন্টারনেট বন্ধ ছিল। কিছু জানা যাচ্ছিল না। তাই রাস্তার পরিস্থিতি দেখতে বের হয় তারা।
রিফাতের বর্ণনায়, ‘বাড্ডা এলাকার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যাওয়ার পর দেখি কিছু মানুষ পেট্রল পাম্প ভাঙচুর করতেছে। তাদের থামাতে যাই। কিন্তু থামতেছিল না। ছাত্র ভাইয়েরা বেশি ছিল না তখন। তখনো গুলি নিক্ষেপ শুরু হয় নাই। হাতে ময়লা, হাত ধুইতে সামনে আগাই। রামপুরা ব্রিজের দিকে লেবুর শরবত ছিল৷ ওইখানে শরবত খাওয়ার জন্য যাচ্ছিলাম। আমার বন্ধু আগেই চলে গেছে। হঠাৎ একটা শব্দ। এরপর দেখি, আমার ডান পা-টা আর চলতেছে না। তাকায় দেখি, ব্লিডিং হচ্ছে।’
বর্তমানে ব্র্যাকের লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারে (বিএলবিসি) চিকিৎসা নিচ্ছে রিফাত। সংযোজন করা হয়েছে কৃত্রিম পা। কৃত্রিম এই অঙ্গ সঙ্গী করে নতুন করে স্বপ্ন বুনছে রিফাত। নতুন করে চলছে তার জীবনসংগ্রাম। জুলাই আন্দোলনে রিফাতের মতো অঙ্গ হারানো ১৮৪ জনকে চিকিৎসা দিয়েছে বিএলবিসি।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে নির্বিচার গুলিবর্ষণে বহু প্রাণ ঝরে যায়, অনেকে স্থায়ীভাবে প্রতিবন্ধিত্বের শিকার হন। আহতদের বেশির ভাগই ছিলেন তরুণ এবং নিম্ন আয়ের পরিবারের সদস্য। তাঁদের কেউ শিক্ষার্থী, কেউ শ্রমজীবী, আবার কেউ পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক আহত ব্যক্তির পরিবার চিকিৎসার খরচ কীভাবে চালাবে তা নিয়ে ছিল ভীষণ চিন্তিত।
এমন প্রেক্ষাপটে তাঁদের পাশে বন্ধু হয়ে দাঁড়ায় ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার। ২০২৪ সালের আগস্ট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নিটোরসহ দেশের ১৪টির বেশি হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের শনাক্তের কাজ শুরু করে বিএলবিসি। এ পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে ৩৪ জনের শরীরে কৃত্রিম অঙ্গ সংযোজন করেছে তারা। চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ১৮৪ জনকে। আগামী পাঁচ বছর বিনা মূল্যে এই সেবা দেবে বিএলবিসি। শুধু কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন বা ব্রেস প্রদান নয়, ২৫০ জন আহতকে চিকিৎসা ও পুনর্বাসনের সহায়তাও দেবে বিএলবিসি। এ ছাড়া জুলাই আন্দোলনে আহত ৪১৬ জনকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দিয়েছে তারা।
রাজধানীর বাড্ডার আওলাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের ছাত্র রিফাত হাওলাদার। ভালো ফুটবলার হিসেবে পাড়ায় নাম ছিল তার। কিন্তু গত এক বছরে ফুটবলে পা ছোঁয়ানো হয়নি রিফাতের। তার ডান পা কেটে ফেলা হয়েছে হাঁটুর ওপর থেকে।
জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পায়ে গুলিবিদ্ধ হয় রিফাত। উপায়ান্তর না পেয়ে চিকিৎসকেরা শেষ পর্যন্ত তার পা কেটে ফেলার সিদ্ধান্তই নেন। সেখানে এখন সংযোজন করা হয়েছে কৃত্রিম পা। ফুটবলার হতে চাওয়া ছেলেটি এখন জীবনসংগ্রামে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এই কৃত্রিম পা সঙ্গী করে।
গত বছর দশম শ্রেণির ছাত্র ছিল রিফাত হাওলাদার। চলছিল এসএসসি পরীক্ষার জোর প্রস্তুতি। দক্ষিণ বাড্ডার একটি কোচিং সেন্টারে পড়ত সে। গত বছর ১৫ জুলাই কোটা আন্দোলন যখন দানা বাঁধছে, তখন সেই কোচিং সেন্টারের একজন শিক্ষকের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দেয় এই কিশোর।
এক বছর আগের দুঃসহ সেই দিনের স্মৃতিচারণা করে আজকের পত্রিকাকে রিফাত জানায়, পরিস্থিতি তখন দিনকে দিন খারাপ হচ্ছিল। ১৯ জুলাই সকালে এক বন্ধু বাসা থেকে ডেকে নেয়। ইন্টারনেট বন্ধ ছিল। কিছু জানা যাচ্ছিল না। তাই রাস্তার পরিস্থিতি দেখতে বের হয় তারা।
রিফাতের বর্ণনায়, ‘বাড্ডা এলাকার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যাওয়ার পর দেখি কিছু মানুষ পেট্রল পাম্প ভাঙচুর করতেছে। তাদের থামাতে যাই। কিন্তু থামতেছিল না। ছাত্র ভাইয়েরা বেশি ছিল না তখন। তখনো গুলি নিক্ষেপ শুরু হয় নাই। হাতে ময়লা, হাত ধুইতে সামনে আগাই। রামপুরা ব্রিজের দিকে লেবুর শরবত ছিল৷ ওইখানে শরবত খাওয়ার জন্য যাচ্ছিলাম। আমার বন্ধু আগেই চলে গেছে। হঠাৎ একটা শব্দ। এরপর দেখি, আমার ডান পা-টা আর চলতেছে না। তাকায় দেখি, ব্লিডিং হচ্ছে।’
বর্তমানে ব্র্যাকের লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারে (বিএলবিসি) চিকিৎসা নিচ্ছে রিফাত। সংযোজন করা হয়েছে কৃত্রিম পা। কৃত্রিম এই অঙ্গ সঙ্গী করে নতুন করে স্বপ্ন বুনছে রিফাত। নতুন করে চলছে তার জীবনসংগ্রাম। জুলাই আন্দোলনে রিফাতের মতো অঙ্গ হারানো ১৮৪ জনকে চিকিৎসা দিয়েছে বিএলবিসি।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে নির্বিচার গুলিবর্ষণে বহু প্রাণ ঝরে যায়, অনেকে স্থায়ীভাবে প্রতিবন্ধিত্বের শিকার হন। আহতদের বেশির ভাগই ছিলেন তরুণ এবং নিম্ন আয়ের পরিবারের সদস্য। তাঁদের কেউ শিক্ষার্থী, কেউ শ্রমজীবী, আবার কেউ পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক আহত ব্যক্তির পরিবার চিকিৎসার খরচ কীভাবে চালাবে তা নিয়ে ছিল ভীষণ চিন্তিত।
এমন প্রেক্ষাপটে তাঁদের পাশে বন্ধু হয়ে দাঁড়ায় ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার। ২০২৪ সালের আগস্ট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নিটোরসহ দেশের ১৪টির বেশি হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের শনাক্তের কাজ শুরু করে বিএলবিসি। এ পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে ৩৪ জনের শরীরে কৃত্রিম অঙ্গ সংযোজন করেছে তারা। চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ১৮৪ জনকে। আগামী পাঁচ বছর বিনা মূল্যে এই সেবা দেবে বিএলবিসি। শুধু কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন বা ব্রেস প্রদান নয়, ২৫০ জন আহতকে চিকিৎসা ও পুনর্বাসনের সহায়তাও দেবে বিএলবিসি। এ ছাড়া জুলাই আন্দোলনে আহত ৪১৬ জনকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দিয়েছে তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে