Ajker Patrika

শান্তি সমাবেশ বায়তুল মোকাররমে, বাস স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাবি প্রতিনিধি
শান্তি সমাবেশ বায়তুল মোকাররমে, বাস স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। সমাবেশে যোগ দিতে আসা নেতা–কর্মীদের বহন করা প্রায় সব গাড়ি রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে ক্যাম্পাস রীতিমতো বাস স্টেশনে পরিণত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।  

সরেজমিনে দেখা যায়—   বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), মলচত্বর, কেন্দ্রীয় মসজিদের পাশে, কার্জন হল, দোয়েল চত্বরের পাশে বিভিন্ন এলাকা থেকে আসা বাসগুলো রাখা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘বায়তুল মোকাররমে প্রোগ্রাম, আর এখানে হয়ে আছে বাস স্টেশন। এটা কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের বুঝে আসে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও কোনো উদ্যোগ গ্রহণ করছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, এ বিষয়ে সিদ্ধান্ত যেন গ্রহণ করে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অবস্থান আসলে রাজধানীর মূল জায়গায়। আমাদের করার কী আছে! তবে আমরা পদক্ষেপ গ্রহণ করছি, সিকিউরিটি গার্ড ও সার্ভিল্যান্স লোক বসালে বাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এখানে বাস জমায়েত হবে না বলে আশা রাখছি।’

এ বিষয়ে মন্তব্য করতে পার্ক করে রাখা বাসগুলোর চালক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত