Ajker Patrika

কণ্ঠশিল্পী ন্যানসির বাসায় চুরির মামলায় স্বামীসহ গৃহকর্মীকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৩, ১৬: ৫৭
কণ্ঠশিল্পী ন্যানসির বাসায় চুরির মামলায় স্বামীসহ গৃহকর্মীকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা ও তাঁর স্বামী শাকিলকে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই নির্দেশ দেন। রিমান্ড বিষয়ে শুনানির সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার তাহমিনা ও তাঁর স্বামী শাকিলকে কারাগারে পাঠানো হয়। ওই দিন বিকেলে দুজনকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ছাদেক মিয়া প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির না থাকায় আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ২ মে তদন্ত কর্মকর্তা ও আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আজ তদন্ত কর্মকর্তাও আদালতে হাজির ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল (তাহমিনার স্বামী) তাহমিনাকে প্রায়ই বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে তাহমিনা চলে যান। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান।

গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তাঁর দুটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যবান অলংকার নেই। যার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি গুলশান থানায় মামলা করেন। পরে গত বুধবার গৃহপরিচারিকা তাহমিনা ও তাঁর স্বামী শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত