নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিন আজ শনিবার রাজধানীর হাটগুলোতে দেখা গেছে, হাটে যথেষ্ট ক্রেতা উপস্থিতি থাকলেও সেই অনুপাতে গরু নেই। বিশেষ করে বিকেলের পর থেকেই হাটগুলো ফাঁকা হতে শুরু করে। বড় গরু কিছু থাকলেও ছোট-মাঝারি সাইজের গরু নেই বললেই চলে।
সরেজমিনে কমলাপুর, শাহজাহানপুর, মেরাদিয়া, ধোলাইখাল ও আফতাব নগর পশুর হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পছন্দ অনুসারে গরু না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। অনেক ক্রেতা গরু না পেয়ে ছাগল কিনেই বাসায় ফিরেছেন। গরু কিনতে আসা খিলগাঁও রেলগেট এলাকার বাসিন্দা আইনউদ্দিন জানান, বিকেল থেকে শাহজাহানপুর হাটে মাঝারি বা ছোট সাইজের গরু খুঁজছেন তিনি। চাহিদা অনুসারে গরু নেই। যা আছে সব বড় গরু। তাই বাধ্য হয়ে তিনি ছাগল কিনেছেন।
আরেক ক্রেতা মালিবাগের মোতালেব কনক বলেন, ‘মাঝারি সাইজের গরু কিনতে এসে পাচ্ছি না। বড় গরুর যে দাম, তা কেনার সাধ্য নেই। সমাজে মধ্যবিত্ত ও নিম্ন মানুষের পক্ষে কোরবানি দেওয়া কঠিন হয়ে পড়েছে।’
বনশ্রী এলাকার মিনহাজ হোসেন বলেন, ‘তিনটি পশুর হাট ঘুরে শেষ পর্যন্ত কমলাপুর থেকে মাঝারি সাইজের গরু কিনতে পেরেছি।’
এদিকে রাজধানীর হাটগুলোতে বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। চাহিদা না থাকায় এই গরুগুলো এখন বিক্রেতাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাট সংশ্লিষ্টরা বলছেন, মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের বেশি চাহিদা রয়েছে। বড় আকারের গরুর চাহিদা তেমন নেই। আর ক্রেতা থাকলেও তাঁরা যে দাম হাঁকান, সেই দামে বিক্রি করলে অনেক লোকসান গুনতে হয়। এমন পরিস্থিতিতে অনেক বিক্রেতা হাট থেকে গরু বাড়িতে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আফতাব নগর হাটে বড় দুটি গরু নিয়ে এসেছেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার সওদাগর মিয়া। তিনি জানান, ১৬ মণ ওজনের দুটি গরু নিয়ে চারদিন ধরে তিনি এই হাটে রয়েছেন। গরুর হাটে তাঁর সঙ্গে আরও এসেছেন আটজন। ঈদের আগের দিনও পাচ্ছেন না গরুর খরচের মূল্য। তাই বাধ্য হয়ে গরু ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, এ বছর ঢাকার দুই সিটিতে গাবতলী ও সারুলিয়া এই দুটি স্থায়ী পশুর হাট ছাড়াও অস্থায়ী পশুর হাট বসেছে ১৯টি। এর মধ্যে ডিএনসিসিতে অস্থায়ী হাটের সংখ্যা ৯টি আর ডিএসসিসিতে ১০টি।
আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিন আজ শনিবার রাজধানীর হাটগুলোতে দেখা গেছে, হাটে যথেষ্ট ক্রেতা উপস্থিতি থাকলেও সেই অনুপাতে গরু নেই। বিশেষ করে বিকেলের পর থেকেই হাটগুলো ফাঁকা হতে শুরু করে। বড় গরু কিছু থাকলেও ছোট-মাঝারি সাইজের গরু নেই বললেই চলে।
সরেজমিনে কমলাপুর, শাহজাহানপুর, মেরাদিয়া, ধোলাইখাল ও আফতাব নগর পশুর হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পছন্দ অনুসারে গরু না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। অনেক ক্রেতা গরু না পেয়ে ছাগল কিনেই বাসায় ফিরেছেন। গরু কিনতে আসা খিলগাঁও রেলগেট এলাকার বাসিন্দা আইনউদ্দিন জানান, বিকেল থেকে শাহজাহানপুর হাটে মাঝারি বা ছোট সাইজের গরু খুঁজছেন তিনি। চাহিদা অনুসারে গরু নেই। যা আছে সব বড় গরু। তাই বাধ্য হয়ে তিনি ছাগল কিনেছেন।
আরেক ক্রেতা মালিবাগের মোতালেব কনক বলেন, ‘মাঝারি সাইজের গরু কিনতে এসে পাচ্ছি না। বড় গরুর যে দাম, তা কেনার সাধ্য নেই। সমাজে মধ্যবিত্ত ও নিম্ন মানুষের পক্ষে কোরবানি দেওয়া কঠিন হয়ে পড়েছে।’
বনশ্রী এলাকার মিনহাজ হোসেন বলেন, ‘তিনটি পশুর হাট ঘুরে শেষ পর্যন্ত কমলাপুর থেকে মাঝারি সাইজের গরু কিনতে পেরেছি।’
এদিকে রাজধানীর হাটগুলোতে বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। চাহিদা না থাকায় এই গরুগুলো এখন বিক্রেতাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাট সংশ্লিষ্টরা বলছেন, মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের বেশি চাহিদা রয়েছে। বড় আকারের গরুর চাহিদা তেমন নেই। আর ক্রেতা থাকলেও তাঁরা যে দাম হাঁকান, সেই দামে বিক্রি করলে অনেক লোকসান গুনতে হয়। এমন পরিস্থিতিতে অনেক বিক্রেতা হাট থেকে গরু বাড়িতে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আফতাব নগর হাটে বড় দুটি গরু নিয়ে এসেছেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার সওদাগর মিয়া। তিনি জানান, ১৬ মণ ওজনের দুটি গরু নিয়ে চারদিন ধরে তিনি এই হাটে রয়েছেন। গরুর হাটে তাঁর সঙ্গে আরও এসেছেন আটজন। ঈদের আগের দিনও পাচ্ছেন না গরুর খরচের মূল্য। তাই বাধ্য হয়ে গরু ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, এ বছর ঢাকার দুই সিটিতে গাবতলী ও সারুলিয়া এই দুটি স্থায়ী পশুর হাট ছাড়াও অস্থায়ী পশুর হাট বসেছে ১৯টি। এর মধ্যে ডিএনসিসিতে অস্থায়ী হাটের সংখ্যা ৯টি আর ডিএসসিসিতে ১০টি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে