নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি ও বাজারজাত করায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজকে চার লাখ টাকা অর্থদণ্ড করেছেন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত শিশু খাদ্য আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি, বাজারজাত এবং মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় চার লাখ টাকা জরিমানা করেছেন।
অনুমোদনবিহীন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ‘রিচার্জ’ এবং ‘টারবো’ নামক ইলেকট্রোলাইট ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
মামলার বাদী কামরুল হাসান বলেন, ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩২ ধারা (খ) উপধারা, ৩৯, ৪১ ও ৪২ ধারায় মামলা করা হয়। ৩২ ধারার (খ) এ বলা আছে, খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে, পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে, দফা (ক) তে উল্লিখিত লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপ-কৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলে দাবি অথবা উৎসস্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারবে না।
৩৯ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি আপাতত বলবৎ কোনো আইনের অধীন নিবন্ধিত বাধ্যতামূলত হলে ওহার ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি করতে পারবে না।
৪১ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিপণন বা বিক্রির উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে বা মিথ্যা নির্ভরতা মূলত বক্তব্য দিয়ে ক্রেতার ক্ষতি করতে পারবে না।
৪২ ধারার (১) কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের গুণ, প্রকৃতি, মান, ইত্যাদি সম্পর্কে অসত্য বর্ণনাসংবলিত কোনো বিজ্ঞাপন প্রস্তুত, মুদ্রণ, প্রকাশ বা প্রচার করতে পারবেন না, যা দ্বারা জনগণ বিভ্রান্ত হতে পারে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উপমহাব্যবস্থাপকের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক বলেন, ইলেকট্রোলাইট ড্রিংকসের কোনো জাতীয় মান নেই এবং এসব পণ্যের কোনো লাইসেন্স বিএসটিআই থেকে দেওয়া হয় না।
অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি ও বাজারজাত করায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজকে চার লাখ টাকা অর্থদণ্ড করেছেন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত শিশু খাদ্য আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি, বাজারজাত এবং মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় চার লাখ টাকা জরিমানা করেছেন।
অনুমোদনবিহীন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ‘রিচার্জ’ এবং ‘টারবো’ নামক ইলেকট্রোলাইট ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
মামলার বাদী কামরুল হাসান বলেন, ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩২ ধারা (খ) উপধারা, ৩৯, ৪১ ও ৪২ ধারায় মামলা করা হয়। ৩২ ধারার (খ) এ বলা আছে, খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে, পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে, দফা (ক) তে উল্লিখিত লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপ-কৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলে দাবি অথবা উৎসস্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারবে না।
৩৯ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি আপাতত বলবৎ কোনো আইনের অধীন নিবন্ধিত বাধ্যতামূলত হলে ওহার ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি করতে পারবে না।
৪১ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিপণন বা বিক্রির উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে বা মিথ্যা নির্ভরতা মূলত বক্তব্য দিয়ে ক্রেতার ক্ষতি করতে পারবে না।
৪২ ধারার (১) কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের গুণ, প্রকৃতি, মান, ইত্যাদি সম্পর্কে অসত্য বর্ণনাসংবলিত কোনো বিজ্ঞাপন প্রস্তুত, মুদ্রণ, প্রকাশ বা প্রচার করতে পারবেন না, যা দ্বারা জনগণ বিভ্রান্ত হতে পারে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উপমহাব্যবস্থাপকের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক বলেন, ইলেকট্রোলাইট ড্রিংকসের কোনো জাতীয় মান নেই এবং এসব পণ্যের কোনো লাইসেন্স বিএসটিআই থেকে দেওয়া হয় না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে