Ajker Patrika

সরকার বিরোধী অপপ্রচারের অভিযোগে নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার বিরোধী অপপ্রচারের অভিযোগে নারী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে নুসরাত শাহরিন রাকা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত বাড়ি ফেনী জেলায়। তাঁর স্বামীর নাম নাসির উদ্দিন মজুমদার। তাঁর স্বামী মধ্যপ্রাচ্য প্রবাসী। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার। 

গ্রেপ্তারের বিষয়ে সহকারী পুলিশ সুপার তুষার জানান, সম্প্রতি একটি চক্র দেশ ও দেশের বাহির থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালিয়ে আসছে। দীর্ঘদিন এই চক্রের কয়েকজন সদস্য বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দেশে থেকে এই চক্রের বেশ কয়েকজন সদস্য তাদের বিদেশে অবস্থানরতদের বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন। র‍্যাব সদর দপ্তর ও র‍্যাব-১ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের সদস্য নুসরাত শাহরিন রাকা নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত নারীর কাছ থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কন্টেন্টসহ একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নতুন ধরনের মাদক আইস উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুসরাত শাহরিন র‍্যাবকে জানিয়েছেন, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছড়ান। এ ছাড়া বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে কাজ করেন তিনি। তাদের এই চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে একই কায়দায় রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করছে র‍্যাব। 
 
 উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নারী যুক্তরাষ্ট্র প্রবাসী টিভি উপস্থাপক ও সাংবাদিক কনক সারোয়ারের বোন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত