সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
এ সময় দুর্বৃত্তরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ভেকু ভাঙচুর করে। তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
রোববার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। হাইওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। শতাধিক জনতা পুলিশের গাড়ির পেছনে হট্টগোল শুরু করে। তারা হইহই করতে থাকে। তখন পুলিশের গাড়ি থেকে দুই যুবককে লাফ দিয়ে নেমে পড়তে দেখা যায়। কয়েকজনকে দেখা যায় হাত নেড়ে, চিৎকার করে পুলিশের ওপর হামলা করার জন্য আহ্বান জানানোর দৃশ্য। চিৎকার-চেঁচামেচিতে পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শ্রীপুরের দিকে এগোয়। পরে পেছন থেকে ইটপাটকেল ছুড়তে থাকে উত্তেজিতরা। অভিযানে অংশ নেওয়া ভেকুও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সেখানেও হামলা চালানো হয়।
পুলিশের মিতসুবিশি স্পোর্টেরো এল২০০ মডেলের (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৪৩৫) গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ছাড়া একটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি পিকআপসহ বেশ কিছু যানবাহন সে সময় অভিযানের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। সেগুলোও ধাওয়া খেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুরো ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন তথ্যও মেলেনি।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঈদে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা অংশ নেন। হেমায়েতপুর থেকে ইপিজেড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ কার্যক্রম সফল হয়।
তবে বিকেলে বলিভদ্র বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদের সময় কিছু দুর্বৃত্ত বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।
ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
এ সময় দুর্বৃত্তরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ভেকু ভাঙচুর করে। তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
রোববার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। হাইওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। শতাধিক জনতা পুলিশের গাড়ির পেছনে হট্টগোল শুরু করে। তারা হইহই করতে থাকে। তখন পুলিশের গাড়ি থেকে দুই যুবককে লাফ দিয়ে নেমে পড়তে দেখা যায়। কয়েকজনকে দেখা যায় হাত নেড়ে, চিৎকার করে পুলিশের ওপর হামলা করার জন্য আহ্বান জানানোর দৃশ্য। চিৎকার-চেঁচামেচিতে পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শ্রীপুরের দিকে এগোয়। পরে পেছন থেকে ইটপাটকেল ছুড়তে থাকে উত্তেজিতরা। অভিযানে অংশ নেওয়া ভেকুও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সেখানেও হামলা চালানো হয়।
পুলিশের মিতসুবিশি স্পোর্টেরো এল২০০ মডেলের (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৪৩৫) গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ছাড়া একটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি পিকআপসহ বেশ কিছু যানবাহন সে সময় অভিযানের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। সেগুলোও ধাওয়া খেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুরো ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন তথ্যও মেলেনি।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঈদে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা অংশ নেন। হেমায়েতপুর থেকে ইপিজেড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ কার্যক্রম সফল হয়।
তবে বিকেলে বলিভদ্র বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদের সময় কিছু দুর্বৃত্ত বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে