Ajker Patrika

ইনসাফ বারাকাহর সঙ্গে হেলথ রিপোর্টার্স ফোরামের স্বাস্থ্যসেবা চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনসাফ বারাকাহর সঙ্গে হেলথ রিপোর্টার্স ফোরামের স্বাস্থ্যসেবা চুক্তি

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার হাসপাতালটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ও এইচআরএফের সভাপতি এমএম রাশেদ রাব্বি এতে স্বাক্ষর করেন।

এ সময় এইচআরএফের সহসভাপতি সেবিকা দেবনাথ, সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, সদস্য হামিমুউল কবির, কোষাধ্যক্ষ বাইজিদ মুন্সি, সদস্য নেছার উদ্দিন আহমেদ, সদস্য ফরিদ উদ্দিন, সদস্য আজাদুল আদনান এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব হোসেন আকন্দ, সহকারী ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া, সাদ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যসহ গ্রাহকেরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবায় বিশেষ সুবিধা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত