ঢাবি প্রতিনিধি
জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত যুবলীগ নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সব মামলায় জামিন পাওয়ার পর আজ বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) প্রিজন সেল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
সম্রাট সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কত দিন থাকতে হবে, এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্রাটের মুক্তি পাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ এলাকায় জড়ো হতে থাকেন তাঁর সমর্থক, ভক্ত ও মহানগর যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের বেশ উৎফুল্ল অবস্থায় দেখা যায়।
হাসপাতালের বাইরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসম্পাদক বাবু হাজারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি ভাইয়ের (সম্রাট) সঙ্গে দেখা করে এসেছি। ভাইয়ের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। ওনার সঙ্গে তাঁর পরিবারের লোকজন রয়েছেন। তবে উনি কখন হাসপাতাল থেকে বের হবেন সে ব্যাপারে আমরা কিছু জানি না। সম্ভবত, এখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবেন।’
আকাশ আহমেদ নামে সম্রাটের এক ভক্ত বলেন, ‘সম্রাট ভাই হাসপাতাল থেকে বের হবেন কিনা জানি না। তবে ওনার মুক্তির খবরে আমরা খুশি হয়ে ওনাকে এক পলক দেখার জন্য চলে এসেছি। এখানে দলীয় নেতা-কর্মীদের চেয়ে ওনাকে ব্যক্তি হিসেবে পছন্দ করেন এ রকম লোকের সংখ্যা বেশি।’
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান বলেন, ‘নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানাবে। কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। হয়তো হাতে কাগজপত্র নিয়ে একবারে জানাবে। কিন্তু বর্তমানে সম্রাট সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেবেন। এখন থেকে আর বন্দী রোগী হিসেবে থাকবেন না। তবে সম্রাটের জামিন হলেও তাঁর শারীরিক অবস্থার কারণে চিকিৎসকেরা বুধবার তাঁকে ছাড়পত্র দিচ্ছেন না। আগামীকাল চিকিৎসকেরা সিদ্ধান্ত দেবেন তাঁকে হাসপাতালে রাখবেন নাকি রিলিজ দেবেন।’
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে আজ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে নিয়ে দুপুর দেড়টার দিকে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত যুবলীগ নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সব মামলায় জামিন পাওয়ার পর আজ বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) প্রিজন সেল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
সম্রাট সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কত দিন থাকতে হবে, এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্রাটের মুক্তি পাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ এলাকায় জড়ো হতে থাকেন তাঁর সমর্থক, ভক্ত ও মহানগর যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের বেশ উৎফুল্ল অবস্থায় দেখা যায়।
হাসপাতালের বাইরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসম্পাদক বাবু হাজারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি ভাইয়ের (সম্রাট) সঙ্গে দেখা করে এসেছি। ভাইয়ের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। ওনার সঙ্গে তাঁর পরিবারের লোকজন রয়েছেন। তবে উনি কখন হাসপাতাল থেকে বের হবেন সে ব্যাপারে আমরা কিছু জানি না। সম্ভবত, এখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবেন।’
আকাশ আহমেদ নামে সম্রাটের এক ভক্ত বলেন, ‘সম্রাট ভাই হাসপাতাল থেকে বের হবেন কিনা জানি না। তবে ওনার মুক্তির খবরে আমরা খুশি হয়ে ওনাকে এক পলক দেখার জন্য চলে এসেছি। এখানে দলীয় নেতা-কর্মীদের চেয়ে ওনাকে ব্যক্তি হিসেবে পছন্দ করেন এ রকম লোকের সংখ্যা বেশি।’
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান বলেন, ‘নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানাবে। কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। হয়তো হাতে কাগজপত্র নিয়ে একবারে জানাবে। কিন্তু বর্তমানে সম্রাট সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেবেন। এখন থেকে আর বন্দী রোগী হিসেবে থাকবেন না। তবে সম্রাটের জামিন হলেও তাঁর শারীরিক অবস্থার কারণে চিকিৎসকেরা বুধবার তাঁকে ছাড়পত্র দিচ্ছেন না। আগামীকাল চিকিৎসকেরা সিদ্ধান্ত দেবেন তাঁকে হাসপাতালে রাখবেন নাকি রিলিজ দেবেন।’
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে আজ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে নিয়ে দুপুর দেড়টার দিকে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫