নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে বেলা ১১টা থেকে শাহবাগ সড়ক অবরোধ করে রেখেছিলেন নিয়োগ প্রত্যাশীরা। শিক্ষামন্ত্রী দীপু মনির ফোনে আশ্বাস পেয়ে বিকেল চারটার দিকে সড়কে অবস্থান তুলে নিয়ে শাহবাগ পাবলিক লাইব্রেরীর সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন তারা। তারপর থেকে শাহবাগ-মৎস্য ভবন অভিমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সনদধারীরা বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিতরা প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় থেকে ঢাকার সব সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সড়কে নামা যাত্রীরা।
বিকেল সাড়ে তিনটার দিকে ডিসি রমনা মো. শহিদুল্লাহ অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন। তাদের থেকে তিনজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য নির্বাচিত করেন। প্রতিনিধিরা হলেন আমির হোসেন, জি এম ইয়াসিন ও ওমর ফারুক।
শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ফোনে কথা বলেন জি এম ইয়াসিন। কথা বলার পরে সাময়িকভাবে অবস্থান থেকে সরে যান অবস্থানকারীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর জি এম ইয়াসিন বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমরা সাময়িক অবস্থান তুলে নিয়েছি। তিনি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিগগিরী এক দিন সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর কথায় আশ্বস্ত হয়েছি।
অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি রমনা মো. শহিদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ প্রত্যাশীদের যোগাযোগ করিয়ে দিয়েছি। তারা মুঠোফোনে কথা বলে আশ্বস্ত হয়ে রাস্তা ছেড়েছে ৷ এখন এই সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে অবস্থানকারীদের ওপর পুলিশ মৃদু লাঠিচার্জ করে ৷ এতে অবস্থানকারীদের মধ্যে অন্তত পাঁচ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অবস্থানকারীরা। এ ছাড়া আন্দোলনের নেতৃস্থানীয় তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের থেকে তাদের ছিনিয়ে আনার ঘটনা ঘটেছে।
পুলিশি অ্যাকশনের অভিযোগে তুলে নিয়োগ প্রত্যাশীদের একজন নাজমা আক্তার বলেন, আমাদের অনেকের ওপরেই সকালে পুলিশ লাঠিচার্জ করেছে। তারা নারী-পুরুষ কিছুই দেখেনি ৷ নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন তারা।
তবে লাঠিচার্জের বিষয়ে অস্বীকার করা হয়েছে শাহবাগ থানার পক্ষ থেকে।
গত ২০০ দিন থেকে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব নিয়োগ প্রত্যাশীরা।
নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে বেলা ১১টা থেকে শাহবাগ সড়ক অবরোধ করে রেখেছিলেন নিয়োগ প্রত্যাশীরা। শিক্ষামন্ত্রী দীপু মনির ফোনে আশ্বাস পেয়ে বিকেল চারটার দিকে সড়কে অবস্থান তুলে নিয়ে শাহবাগ পাবলিক লাইব্রেরীর সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন তারা। তারপর থেকে শাহবাগ-মৎস্য ভবন অভিমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সনদধারীরা বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিতরা প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় থেকে ঢাকার সব সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সড়কে নামা যাত্রীরা।
বিকেল সাড়ে তিনটার দিকে ডিসি রমনা মো. শহিদুল্লাহ অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন। তাদের থেকে তিনজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য নির্বাচিত করেন। প্রতিনিধিরা হলেন আমির হোসেন, জি এম ইয়াসিন ও ওমর ফারুক।
শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ফোনে কথা বলেন জি এম ইয়াসিন। কথা বলার পরে সাময়িকভাবে অবস্থান থেকে সরে যান অবস্থানকারীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর জি এম ইয়াসিন বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমরা সাময়িক অবস্থান তুলে নিয়েছি। তিনি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিগগিরী এক দিন সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর কথায় আশ্বস্ত হয়েছি।
অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি রমনা মো. শহিদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ প্রত্যাশীদের যোগাযোগ করিয়ে দিয়েছি। তারা মুঠোফোনে কথা বলে আশ্বস্ত হয়ে রাস্তা ছেড়েছে ৷ এখন এই সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে অবস্থানকারীদের ওপর পুলিশ মৃদু লাঠিচার্জ করে ৷ এতে অবস্থানকারীদের মধ্যে অন্তত পাঁচ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অবস্থানকারীরা। এ ছাড়া আন্দোলনের নেতৃস্থানীয় তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের থেকে তাদের ছিনিয়ে আনার ঘটনা ঘটেছে।
পুলিশি অ্যাকশনের অভিযোগে তুলে নিয়োগ প্রত্যাশীদের একজন নাজমা আক্তার বলেন, আমাদের অনেকের ওপরেই সকালে পুলিশ লাঠিচার্জ করেছে। তারা নারী-পুরুষ কিছুই দেখেনি ৷ নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন তারা।
তবে লাঠিচার্জের বিষয়ে অস্বীকার করা হয়েছে শাহবাগ থানার পক্ষ থেকে।
গত ২০০ দিন থেকে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব নিয়োগ প্রত্যাশীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫