নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জলাবদ্ধতা নিরসনে চলমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম হল স্বল্পমেয়াদি। বর্তমানে যে ধারণ ক্ষমতা ও অবকাঠামো আছে, সেখানে যেন অন্তত পক্ষে পানি যেতে, নিষ্কাশন হতে পারে এবং পরবর্তীতে যেন তা নদীতে প্রবাহিত হতে পারে সেই চেষ্টা করা হচ্ছে।
আজ বুধবার (৯ জুন) নগরীর যাত্রাবাড়ীর শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসির মেয়র ফজলে নূর তাপস এসব কথা বলেন।
তিনি বলেন, `প্রাথমিক পর্যায়ে স্বল্প মেয়াদি কাজ হলো, স্তূপ আকারে যে বর্জ্য ছিল সেগুলো পরিষ্কার করা। যাতে করে পানি নিষ্কাশন ও পানি প্রবাহের সুযোগটা হয়। মধ্যমেয়াদি উন্নয়নকাজের দরপত্র সম্পন্ন হয়েছে। প্রায় ১০৩ কোটি টাকার অবকাঠামো উন্নয়নের কার্যক্রম নেওয়া হয়েছে। পরবর্তীতে দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নেওয়া হবে।'
শেখ রাসেল পার্ক উদ্বোধনের মাধ্যমে এলাকায় মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, `পার্কে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অত্র এলাকার মানুষজন একটি মুক্ত জায়গা পায়। এখন সাধারণ জনগণ এখানে আনন্দঘন সময় অতিবাহিত করতে পারবে।'
মতবিনিময়কালে `ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডে র্যাব কর্তৃক খেলার মাঠে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান আছে কিন্তু নগরীতে খেলার মাঠ সংকট রয়েছে' সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমরা বারবার গণপূর্তকে চিঠি দিয়েছি, র্যাব কর্তৃপক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়েক দফা আলাপ করেছি। খেলার মাঠ, উন্মুক্ত স্থান এগুলো কোনোভাবেই কোনো ভবন নির্মাণের জন্য দেওয়া যেতে পারে না।'
এর আগে মেয়র নগরীর সিআইডি অফিস সংলগ্ন শান্তিনগরে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন, মালিবাগ মোড় থেকে চানমারি পর্যন্ত ওয়াসা এর নর্দমা পরিদর্শন এবং পরবর্তীতে কাজী আলাউদ্দীন সড়কের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ প্রমুখ।
ঢাকা: জলাবদ্ধতা নিরসনে চলমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম হল স্বল্পমেয়াদি। বর্তমানে যে ধারণ ক্ষমতা ও অবকাঠামো আছে, সেখানে যেন অন্তত পক্ষে পানি যেতে, নিষ্কাশন হতে পারে এবং পরবর্তীতে যেন তা নদীতে প্রবাহিত হতে পারে সেই চেষ্টা করা হচ্ছে।
আজ বুধবার (৯ জুন) নগরীর যাত্রাবাড়ীর শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসির মেয়র ফজলে নূর তাপস এসব কথা বলেন।
তিনি বলেন, `প্রাথমিক পর্যায়ে স্বল্প মেয়াদি কাজ হলো, স্তূপ আকারে যে বর্জ্য ছিল সেগুলো পরিষ্কার করা। যাতে করে পানি নিষ্কাশন ও পানি প্রবাহের সুযোগটা হয়। মধ্যমেয়াদি উন্নয়নকাজের দরপত্র সম্পন্ন হয়েছে। প্রায় ১০৩ কোটি টাকার অবকাঠামো উন্নয়নের কার্যক্রম নেওয়া হয়েছে। পরবর্তীতে দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নেওয়া হবে।'
শেখ রাসেল পার্ক উদ্বোধনের মাধ্যমে এলাকায় মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, `পার্কে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অত্র এলাকার মানুষজন একটি মুক্ত জায়গা পায়। এখন সাধারণ জনগণ এখানে আনন্দঘন সময় অতিবাহিত করতে পারবে।'
মতবিনিময়কালে `ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডে র্যাব কর্তৃক খেলার মাঠে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান আছে কিন্তু নগরীতে খেলার মাঠ সংকট রয়েছে' সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমরা বারবার গণপূর্তকে চিঠি দিয়েছি, র্যাব কর্তৃপক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়েক দফা আলাপ করেছি। খেলার মাঠ, উন্মুক্ত স্থান এগুলো কোনোভাবেই কোনো ভবন নির্মাণের জন্য দেওয়া যেতে পারে না।'
এর আগে মেয়র নগরীর সিআইডি অফিস সংলগ্ন শান্তিনগরে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন, মালিবাগ মোড় থেকে চানমারি পর্যন্ত ওয়াসা এর নর্দমা পরিদর্শন এবং পরবর্তীতে কাজী আলাউদ্দীন সড়কের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে