Ajker Patrika

সাংবাদিক হাবিবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২০: ৪৩
সাংবাদিক হাবিবুর রহমান আর নেই

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সাংবাদিক হাবিবুর রহমান খানের স্ত্রী ফারজানা মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এ সময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি আর নেই। 

মৃত্যুকালে সাংবাদিক হাবিবুর রহমান খান স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মেধাবী সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। হাবিবুর রহমান খান জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। 

সাংবাদিক হাবিবের মৃত্যুতে সহকর্মীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। হাবিবের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় হাবিবুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। 

পরিবারের সদস্যরা জানান, মিরপুর শাইনপুকুর হাউজিং জামে মসজিদে রাত ১০টায় হাবিবের নামাজে জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত